প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৪/০৮/২০২২বরাবর

 

বার্তা সম্পাদক/ প্রধান প্রতিবেদক/ এসাইনমেন্ট অফিসার

জনাব
কর্মজীবী নারী’র পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা!

সকল শ্রেণি-পেশা নির্বিশেষে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ‘কর্মজীবী নারী’ তার প্রতিষ্ঠালগ্ন ১৯৯১ সাল থেকেই নারী ও নারীশ্রমিকের ক্ষমতায়নের প্রচেষ্টার মধ্য দিয়ে নারীর মর্যাদা বৃদ্ধি এবং জাতীয় অগ্রগতিতে নারীর অবদান রাখার বিষয়ে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। নারীশ্রমিকের ক্ষমতায়ন ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি কর্মজীবী নারী দীর্ঘ দিন ধরে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা, সকল ধরনের শোষন, বৈষম্য, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ও প্রতিবাদ করে আসছে।

এরই ধারাবাহিকতায় আগামীকাল ২৫ আগস্ট ২০২২ বুধবার, বিকাল ০৪.০০ টায় মিরপুর ১-এর সনি সিনেমা হল চত্বরে চা-শ্রমিকদের মর্যাদা ও মজুরী আদায়ের লড়াইয়ে সংহতি জানিয়ে সমাবেশের আয়োজন করতে যাচ্ছে। উক্ত আয়োজনে উপস্থিত থাকবেন, নারী ও নারীশ্রমিক নেত্রীবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকগণ এবং কর্মজীবী নারী’র নেতৃবৃন্দ।

অনুষ্ঠান : সংহতি সমাবেশ
বিষয় : “চা-শ্রমিকদের মর্যাদা ও মজুরী আদায়ের লড়াইয়ে সংহতি”
তারিখ, স্থান ও সময় : ২৫ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, বিকাল ০৪ : ০০ টা থেকে বিকাল ০৫ : ০০ টা পর্যন্ত ; সনি সিনেমা হল চত্বর, মিরপুর-১, ঢাকা।

অনুগ্রহপূর্বক উক্ত আয়োজনে আপনার বহুল প্রচারিত জাতীয় দৈনিক / দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল / বার্তা সংস্থার পক্ষ থেকে একজন প্রতিবেদক ও একজন চিত্র সাংবাদিক / ক্যামেরা ক্রু পাঠানোর অনুরোধ করছি।

বার্তা প্রেরক

হাসিনা আক্তার
সমন্বয়ক, কর্মজীবী নারী
মোবাইল: ০১৭১২৪৭৯৫০১

 

Pin It on Pinterest