প্রেস রিলিজ
তারিখ: ১০ জুলাই ২০২৩
গৃহকর্মী তামান্না হত্যার প্রতিবাদে সুনীতি প্রকল্প (কর্মজীবী নারী, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র, হ্যালোটাস্ক, ইউসেপ বাংলাদেশ, অক্সফাম ইন বাংলাদেশ, গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা) ও গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক এর মানববন্ধন
তামান্না হত্যার দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হোক এবং অতি দ্রুত গৃহশ্রমিকদের নীতিমালা আইনে পরিনত করা হোক
- – আবুল হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক, গৃহকর্মী অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক
গৃহশ্রমিক তামান্না হত্যার প্রতিবাদে আজ ১০ জুলাই ২০২৩, সকাল ১০টায় পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত জজ কোর্টের সামনে সুনীতি প্রকল্প ও গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। গৃহশ্রমিক তামান্না যেন সুবিচার পায়, বিচার প্রক্রিয়া যেন দ্রুত সম্পন্ন হয় এবং এটা যেন একটি দৃষ্টান্তমূলক বিচার হয় তার দাবিতে অনুষ্ঠিত এই মানববন্ধনে কর্মজীবী নারীর সদস্য বেলাল হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়াওর্ক এর ভারপ্রাপ্ত সম্পাদক, আবুল হোসেন। সংহতি বক্তব্য রাখেন কর্মজীবী নারীর সদস্য হুরমত আলাী, এডভোকেট মাসুদ খান খোকন, জোবাইদা পারভীন, সাধারণ সম্পাদক, মহিলা আইনজীবী সমিতি, জাতীয় শ্রমিকজোটের নেতা হেনা চৌধুরী ও শেখ শাহানাজ, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের সদস্য মোস্তফা। ৩২ জন অংশগ্রহণকারির উপস্থিতিতে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন কর্মজীবী নারী, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র, গৃহশ্রমিক অধিকার রক্ষা নেটওয়ার্ক, নারীমুক্তি, বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি এর প্রতিনিধিগণ। আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস এবং গৃহকর্মী এ্যাসোসিয়েশন নেটওয়ার্ক এর নেতৃবৃন্দসহ পথচারি, ব্যবসায়িওএলাকাবাসি।
তামান্না হত্যার অভিযুক্তকারিকে যদিও আইনের আওতায় আনা হয়েছে কিন্তু সে ইতোমধ্যে জামিনে ছাড়াও পেয়েছে। আজ ১০ জুলাই ২০২৩, সকাল ১০টায় তাকে কোর্টে শুনানির জন্য তলব করা হয়েছে বলে জানা গেছে। তামান্না হত্যার প্রতিবাদের প্রতিক্রিয়ার ধারাবাহিকতায় আজ ১০ জুলাই ২০২৩, সকাল ১০টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা সংহতি জ্ঞাপন করে–
আবুল হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক তার বক্তব্যে বলেন, গৃহকর্মী তামান্না হত্যার খবরটি পত্রপত্রিকায়া ব্যপক ভাবে প্রকাশিত হয়েছে।তামান্না হত্যা জানান দিয়ে গেছেযেগৃহকর্মীদেরজন্যআইনপ্রনয়ণকরাকতটাজরুরী।এইমানববন্ধনেরমাধ্যমেতিনিসরকারকেঅতিদ্রুতগৃহশ্রমিকদেরনীতিমালাআইনেপরিনতকরারআহবানজানান।
হুরমত আলী, সমন্বয়ক, কর্মজীবী নারীর পক্ষ থেকে গৃহশ্রমিক তামান্না যেন সুবিচার পায়, বিচারপ্রক্রিয়াযেনদ্রুতসম্পন্নহয়এবংএটাযেনএকটিদৃষ্টান্তমূলকবিচারহয়তাদাবিকরেন।
জাতীয় শ্রমিক জোট এর নেতা শেখ শাহানাজ বলেন, তামান্নাহত্যারসুষ্ঠবিচারনাহলেদুর্বারআন্দোলনগড়েতুলবেগৃহশ্রমিকেরা।প্রয়োজনেদেশেরসকলগৃহশ্রমিকেরাকাজবন্ধকরেআন্দোলনেনামবে।তিনিসরকারকেগৃহশ্রমিকনীতিমালাকেঅতিদ্রুতআইনপাশকরারআহবানকরেছেন।
জাতীয়শ্রমিকজোটেরনেতাহেনাচৌধুরীফাঁসিরকাষ্ঠেঝুলিয়েহত্যাকারিরশাস্তিরদাবিজানিয়েএইঘটনাকেদৃষ্টান্তহিসেবেউপস্থাপনকরেনজিরসৃষ্টিকরারআহবানজানানযেনএইরকমঘটনাআরকখনোনাহয়।
আপনি নিশ্চয়ই অবগত হয়েছেন যে, মিরপুররে রূপনগর এলাকার একবাসা থেকেতামান্নানামেরএকগৃহকর্মীকেভবনের৯তলাথেকেধাক্কাদিয়েফেলেদিয়েহত্যাচেষ্টারঘটনাঘটে।ঘটনাটিঘটেগত২৩জুনশুক্রবারআনুমানিকসকাল৭টারদিকে।গুরুতরআহতঅবস্থায়তাকেঢাকামেডিকেলকলেজহাসপাতালেভর্তিকরাহয়।টানা৭দিনমৃত্যুরসাথেপাঞ্জালড়েতামান্নাগত১জুলাই২০২৩ঢাকামেডিকেলকলেজহাসপাতালেচিকিৎসাধীনঅবস্থায়মৃত্যুবরণকরেন।ঢাকামেডিকেলকলেজেময়নাতদন্তশেষেতামান্নারপরিবারতারমরদেহময়মনসিংহেতারাগঞ্জগ্রামেনিজএলাকায়নিয়েযান।
উল্লেখ্য যে, গৃহকর্মী তামান্নাকে হত্যাচেষ্টার প্রতিবাদে কর্মজীবী নারী তাৎক্ষনিক প্রতিক্রিয়া হিসেবে গত ২৬ জুন ২০২৩ দুয়ারিপাড়া মোড়, রূপনগর, মিরপুর এ একটি মানববন্ধন সম্পন্ন করে। গৃহশ্রমিক তামান্নার হত্যার প্রতিবাদে এবং এই ঘটনার যেন দৃষ্টান্তমূলক বিচার হয় তার দাবিতে কর্মজীবী নারী ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) অক্সফাম ইন বাংলাদেশ ও গেøাবাল এ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে চলমান সুনীতি প্রকল্পের আওতায় গত ৬ই জুলাই ২০২৩ সকাল ১১টায় ঢাকার চারটি এলাকায় মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা ও খিলগাঁও অঞ্চলে চারটি মানববন্ধন সম্পন্ন করেছে।
মানববন্ধন থেকে উঠে আসা দাবিসমূহ
১. তামান্না হত্যার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হোক
২. তামান্না হত্যাকারিকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক
৩. তামান্না হত্যার অভিযুক্তকারির জামিন না মঞ্জুর করা হোক
৪. গৃহশ্রমিক সুরক্ষা ও কল্যাণ নীতিমালা অতি দ্রুত আইনে পরিণত করার ব্যবস্থা নেয়া হোক
বার্তা প্রেরক
ফারহানা আফরিন তিথি
প্রকল্প সমন্বয়ক
কর্মজীবী নারী
যোগাযোগ: 01812868282