প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৩/০৮/২০২৩
সামাজিক সুরক্ষা নীতিমালায় অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের অন্তর্ভুক্ত করতে হবে-
– শিরীন আখতার এমপি
নারীশ্রমিকদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম ‘নারীশ্রমিক কণ্ঠ’ থেকে কর্মজীবী নারী ও ফ্রিডরিক-এবার্ট-স্টিফটুং (এফইএস) বাংলাদেশ-এর যৌথ আয়োজনে আজ ২৩ আগস্ট, ২০২৩ বুধবার সকাল ১০:৩০-দুপুর ০১ টা পর্যন্ত আজিমুর রহমান কনফারেন্স হল, ডেইলি স্টার ভবন, ফার্মগেট, ঢাকায় আয়োজিত হল “অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত নারীশ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে করণীয়” শীর্ষক সেমিনার ।
সেমিনারে শিরীন আখতার, এমপি, প্রতিষ্ঠাতা সভাপতি, কর্মজীবী নারী এবং সমন্বয়ক, নারীশ্রমিক কন্ঠ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: ফেলিক্স কল্বিট্স, আবাসিক প্রতিনিধি, ফ্রিডরিক-এবার্ট-স্টিফটুং (এফইএস), বাংলাদেশ এবং ড. মোহাম্মদ আব্দুল কাদের, উপসচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন: আয়শা সিদ্দিকী, উপপরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন), মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং রোখসানা চৌধুরী, উপপরিচালক (মেডিকেল ও শ্রম কল্যাণ শাখা), শ্রম অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ, রাজেকুজ্জামান রতন, সভাপতি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, ড. এম. আবু ইউসুফ, অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং পরিচালক, সেন্টার অন বাজেট এন্ড পলিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়; নির্বাহী পরিচালক, রিসার্চ এন্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (আরএপিআইডি), জাকিয়া হক, ব্যবস্থাপনা পরিচালক, ক্রিয়েটিভ পাথওয়েজ বাংলাদেশ।
এছাড়াও উক্ত সেমিনারে নারীশ্রমিকবৃন্দসহ উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ, বিভিন্ন উন্নয়ন প্রতিষ্ঠান, এবং সংবাদিকবৃন্দ। সেমিনারটি সঞ্চলনা করেন উম্মে হাসান ঝলমল, সহ-সভাপতি, কর্মজীবী নারী এবং সদস্য, নারীশ্রমিক কন্ঠ।
শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন শারমিন কবীর, সাধারণ সম্পাদক, কর্মজীবী নারী। সেমিনারে অপ্রাতিষ্ঠানিক “খাতে নিয়োজিত নারীশ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে করণীয়” বিষয়ের উপর ধারণাপত্র উপস্থাপন করেন আসাদ উদ্দিন, সমন্বয়ক, বাংলাদেশ সোশ্যাল প্রটেকশন এডভোকেসি নেটওয়ার্ক (বিএসপিএএন)।
সেমনিারে পার্লার কর্মী ও গৃহশ্রমিক বক্তব্য রাখেন। তারা বলেন, আমাদের কোন চাকরির নিশ্চয়তা, মাতৃত্বকালীন ছুটি বা নির্দিষ্ট কর্মঘন্টা নেই। তারা চাকরির নিশ্চয়তা, মাতৃত্বকালীন ছুটি বা নির্দিষ্ট কর্মঘন্টা দাবি করেন।
বিশেষ অতিথি ফেলিক্স কল্বিট্স, বলেন, সকল ক্ষেত্রের শ্রমিকদের জন্য একটি সর্বজনীন শ্রমআইন প্রণয়ন করা প্রয়োজন। আরেকজন বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুল কাদের বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিল থেকে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের সেবা পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া এই মন্ত্রণালয়ের অধীনে এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম (EIS) নামে একটি পাইলট প্রকল্প চলছে যা সফল হলে বিভিন্ন খাতে সম্প্রসারণ করবে।
এছাড়া সেমিনারে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, শ্রমিকদের একটি তথ্যসংবলিত ডাটাবেজ তৈরি করা প্রয়োজন যা সঠিক ব্যক্তির কাছে যেন সঠিক সেবা পৌঁছানোর ক্ষেত্রে সহায়ক হবে। তারা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের সুবিধা প্রচারে মিডিয়াকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়া জীবন-মান উপযোগী মজুরি, নারীশ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা, নির্দিষ্ট কর্মঘন্টা, সাপ্তাহিক ছুটি, শোভন কাজের পরিবেশ, শ্রমিকদের মর্যাদা ও শ্রমের স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানান।
সভাপতির বক্তব্যে শিরীন আখতার এমপি বলেন, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের শ্রম আইনের আওতাভূক্ত করা কিংবা তাদের জন্য আলাদা কোন আইন প্রণয়ন করা যায় কিনা এ বিষয়ে আমাদের ভাবতে হবে। তিনি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের সুযোগ যেন শ্রমিকেরা সঠিকভাবে পায় এ বিষয়ে মনিটরিং বৃদ্ধির পরামর্শ দেন।
সুপারিশসমূহ:
• অপ্রাতিষ্ঠানিক খাতকে সবার কাছে গ্রহণযোগ্য ও স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা;
• শ্রম আইনে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়া। জাতীয় বাজেটে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দ প্রদান;
• বিদ্যমান আইনী কাঠামোর সংস্কার সাধন;
• সরকারি নীতি-নির্ধারণ ও কার্যক্রমসমূহের মাধ্যমে নারীশ্রমিকদের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মূলধারায় এনে তাদের দুরবস্থা ও অসহায়ত্ব দূর করার উদ্যোগ গ্রহণ করতে হবে;
• অপ্রাতিষ্ঠানিক খাতের নারীশ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা ;
• অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা:
• সর্বজনীন পেনশন ব্যবস্থাপনায় অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের বিশেষ ব্যবস্থা রাখা;
• সামাজিক সংলাপ ;
• নারীশ্রমিকের জীবনযাত্রার মান উন্নয়নে সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম হাতে নেয়া;
• বিভিন্ন ধরনের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ
• অপ্রাতিষ্ঠানিক শ্রমিক বিশেষ করে নারীশ্রমিকদের অধিকার রক্ষায় বিভিন্ন নীতিমালা প্রণয়ন
• আইএলও কনভেনশন ১৯০, ১৭৭, ১৮৭ সহ অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের অধিকার সংক্রান্ত কনভেনশন অনুসমর্থন
• আইএলও কনভেনশন ১০২ অনুসমর্থন
• সংগঠন ও ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার নিশ্চিত করা।
ধন্যবাদ
হাছিনা আক্তার
সমন্বয়ক
কর্মজীবী নারী
যোগাযোগ: হাছিনা আক্তার ০১৭১২৪৭৯৫০১