প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১৬/০৫/২০১৯
বরাবর
বার্তা সম্পাদক/ প্রধান প্রতিবেদক/ এসাইনমেন্ট অফিসার
মহোদয়,
কর্মজীবী নারী’র পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা! সকল শ্রেণি-পেশা নির্বিশেষে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ‘কর্মজীবী নারী’ তার প্রতিষ্ঠালগ্ন ১৯৯১ সাল থেকেই কাজ করে আসছে। এরই ধারাবাহিতায় সাউথ এশিয়া উইমেন ফান্ড-এর অর্থায়নে এবং ইন্টারন্যাশনাল উইমেন’স রাইট্ধসঢ়;স একশন ওয়াচ (এশিয়া প্যাসিফিক)- এর সহযোগিতায় কর্মজীবী নারী ‘স্ট্রেনদেনিং ইমপ্লিমেন্টেশন অব সিডও উইথ এ ফোকাস অন উইমেন’স ইকোনমিক, সোস্যাল এন্ড কালচালারাল রাইটস’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর আওতায় কর্মজীবী নারী সিডও সনদের ধারা ১১ (এমপ্লয়মেন্ট)-এর সুপারিশ নং ৩১ (গ) অনুযায়ী পোশাক শিল্প কারখানায় নারীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ ও তা বাস্তবায়নের জন্য একটি গবেষণার কাজ হাতে নিয়েছিল, যে গবেষণার কাজটি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ গবেষণায় পোশাক শিল্প কারখানায় নারীদের নিরাপদ কর্মপরিবেশের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। গবেষণাটিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ- এর ৩০০ টি পোশাক কারখানার ‘পোশাক শিল্প কারখানায় নারীদের নিরাপদ কর্মপরিবেশ’ বিষয়টির উপর ৩০১৪ জন শ্রমিকের মতামত নেয় হয়েছে।
এই গবেষণার ফলাফল নিয়ে ইতিমধ্যে সরকারি ও সরকারের বিভিন্ন অংশীদারিত্বমূলক প্রতিষ্ঠান, মানবাধিকার, ট্রেড ইউনিয়ন ও নারী শ্রমিক অধিকার বিষয়ে কর্মরত প্রতিষ্ঠানের সাথে আলোচনা করা হয়েছে। এরই ধারাবাহিতায় গবেষণার মূল অংশগ্রহণকারী সাধারণ শ্রমিকের মধ্যে গবেষণাটির তথ্য বিনিময় করার জন্য নারীশ্রমিক জমায়েত ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কর্মজীবী নারী’র প্রতিষ্ঠাতা সভাপতি নারীনেত্রী শিরীন আখতার এমপি, অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন কর্মজীবী নারীর সভাপতি ও গবেষক ড. প্রতিমা পাল মজুমদার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মোঃ জামাল মোস্তফা, কাউন্সিলর, ৪ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এছাড়া আরো উপস্থিত থাকবেন বৃহত্তর মিরপুর এরিয়ার বিভিন্ন ওয়ার্ড এর কাউন্সিলরগন, জাতীয় পর্যায়ের ট্রেড ইউনিয়ন নের্তৃবৃন্দ, মানবাধিকার কর্মী, বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকগণ ও বিভিন্ন পোশাক শিল্প কারখানার নারীশ্রমিকবৃন্দ। উক্ত সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
বিষয় : চলমান যৌন নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে নারীশ্রমিক জমায়েত এবং ‘পোশাক শিল্প কারখানায় নারীবান্ধব ও নিরাপদ কর্মপরিবেশ’ বিষয়ক গবেষণা হতে প্রাপ্ত ফলাফলসমূহ শ্রমিকদের অবহিত করার জন্য ও আলোচনা সভা।
তারিখ, স্থান ও সময় : ১৭ মে ২০১৯, শুক্রবার, দুপুর ০৪:০০ টা থেকে বিকাল
কর্মজীবী নারী
কর্মজীবী নারী, গ্রীন এভিনিউ পার্ক, বাড়ি-০১, এপার্টমেন্ট বি৮, রোড-০৩, ব্লক-এ, সেকশন-০৬, মিরপুর,
ঢাকা-১২১৬; টেলিফোন: ০২ ৫৮০৫১৫৪৫, ফ্যাক্স: ০২ ৫৮০৫১৫৪৬
০৭:০০ টা পর্যন্ত, চলমান যৌন নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে নারীশ্রমিক জমায়েত মিরপুর- ১৩ এর হারম্যান মেইনর স্কুল এর সামনের রাস্তায় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে ৪ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, মিরপুর- ১৩ আপনাদের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ
সানজিদা সুলতানা
পরিচালক, কর্মজীবী নারী