ইয়াসমিন হত্যা দিবস পালন ও গৃহকর্মীর উপর সকল ধরণের নির্যাতন বন্ধের দাবিতে ২৪ আগস্ট ২০২৩ বিকেল ৪টায় সুনীতি প্রকল্পের সহযোগীতায ও কর্মজীবী নারীর আয়োজনে মানববন্ধন
১৯৯৫ সালে ইয়াসমিন আক্তার (১৪) নামের একজন গৃহকর্মীকে ঢাকা থেকে দিনাজপুরের দলমাইল এলাকায় নিজ বাড়িতে ফেরার সময় বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা পুলিশ ভ্যানে তাকে বাড়িতে পৌছে দেয়ার প্রতিশ্রুতির নাম করে তাকে ধর্ষণর পর হত্যা করে। এই ঘটনার প্রতিক্রিয়ায় ২৬ আগস্ট ১৯৯৫ সালে বিক্ষুব্ধ জনতা স্থানীয় পুলিশ ফাঁড়ি আক্রমন করলে অঞ্চলটিতে কারফিউ জারি করে পুলিশ। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলিবর্ষণ করলে ১৭ জন নিহত হয় এবং প্রায় ১০০ জন আহত হয়। পরবর্তীতে ২০০৪ সালে অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে মৃত্যুদন্ডে দন্ডিত করা হয়। এই ঘটনার পর থেকে প্রতি বছর বাংলাদেশে গৃহশ্রমিকের উপর সকল ধরণের নির্যাতন বন্ধে ২৪ আগস্ট “ইয়াসমিন হত্যা” দিবস পালন করা হয়।
এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ভাবে গৃহকর্মীর নির্যাতনের খবর আমরা পত্রিকা মারফত জানতে পারছি। সম্প্রতি, ঢাকার কেরানীগঞ্জে কিশোরী গৃহকর্মীকে বেঁধে নির্যাতন, রূপনগরে তামান্নাকে ভবনের ৯তলা থেকে ফেলে হত্যা ইত্যাদি ঘটনা ঘটেই চলেছে।
ইয়াসমিন হত্যা দিবসকে কেন্দ্র করে গৃহকর্মীর উপর সকল ধরণের নির্যাতন বন্ধে এবং নির্যাতকের উপযুক্ত শাস্তির দাবিতে আগামীকাল ২৪ আগস্ট ২০২৩ সুনীতি প্রকল্পের সহযোগীতায় এবং কর্মজীবী নারীর আয়োজনে বিকেল ৪টায় মিরপুর ১, সনি সিনেমা হলের সামনে মানববন্ধন এর আয়োজন করতে যাচ্ছে।