নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে কর্মজীবী নারী’র বিবৃতি

নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে কর্মজীবী নারী’র বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৫ অক্টোবর, ২০১৯

মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে কর্মজীবী নারী’র প্রতিষ্ঠাতা-সভাপতি শিরীন আখতার এমপি, সভাপতি ড. প্রতিমা পাল মজুমদার ও সাধারণ সম্পাদিকা শারমিন কবীর এক বিবৃতিতে বলেন, নুসরাতকে আগুনে পুড়িযে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা আমাদের ব্যথিত, আহত ও ক্ষুব্ধ করেছে। নুসরাতের পাশাপাশি একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনায় সকলে উদ্বিগ্ন। গতকাল (২৪ অক্টোবর ২০১৯) নুসরাত হত্যা মামলার রায় হয়েছে। এই রায়ে প্রধান হোতা অধ্যক্ষ সিরাজসহ ১৬ আসামির ফাঁসির রায় ঘোষণায় নেতৃবৃন্দ সরকারকে অভিনন্দন জানান এবং বলেন, এই রায় দেশে নারী ও শিশু নির্যাতন বন্ধে একটি দৃষ্টান্ত রাখবে এবং অপরাধীদের অপরাধ দমনে ও ক্ষমতার অপব্যবহার রোধে একটি ঐতিহাসিক ভূমিকা রাখবে। নেতৃবৃন্দ সকারের কাছে আহ্বান জানান সকল আইনি প্রক্রিয়ার মাধ্যমে রায় কার্যকর করে নারী ও শিশুর প্রতি নির্যাতন বন্ধে নজীর স্থাপন করার।

বার্তা প্রেরক
রোকেয়া রফিক
নির্বাহী পরিচালক
কর্মজীবী নারী

PDF Link: Click for Pdf

যৌন আক্রমণ আর না!!! ধর্ষণ, ধর্ষণ পরবর্তী হত্যা ও যৌন অত্যাচারসহ সকল সহিংসতার বিরুদ্ধে আমরা।

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ০২/০৯/২০১৯

বরাবর

মহোদয়
বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/এসাইনমেন্ট অফিসার

কর্মজীবী নারী’র পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা!

সকল শ্রেণি-পেশা নির্বিশেষে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ‘কর্মজীবী নারী’ ১৯৯১ সাল থেকে নারী ও নারীশ্রমিকের ক্ষমতায়নের প্রচেষ্টার মধ্য দিয়ে নারীর মর্যাদা বৃদ্ধি এবং জাতীয় অগ্রগতিতে নারীর অবদান রাখার বিষয়ে প্রয়াস চালিয়ে আসছে।

দেশের প্রতিটি নারী ও শিশু সহিংসতার ঝুঁকির মধ্যে রয়েছে। ঘরে, বাইরে, রাস্তাঘাটে, যানবাহনে, কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, ধর্ষণ চেষ্টা বা যৌন হয়রানি, উত্যক্তকরণ সহ নানাবিধ সহিংসতার শিকার হচ্ছে নারী ও শিশু। পত্রিকাসূত্রে, জানুয়ারী-জুন ২০১৯ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছেন ৬৩০ জন নারী; এর মধ্যে একজন দ্বারা ধর্ষণ ৪৬৪ জন ও দলবদ্ধ ধর্ষণ ১৫৩ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৭ জনকে। ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন ৭ জন। ধর্ষণের চেষ্টা হয়েছে ১০৫ জন নারীর উপর; এরমধ্যে হত্যা করা হয়েছে ১ জনকে, আত্মহত্যা করেছেন ১ জন। যৌন হয়রানির শিকার হয়েছেন ১২৭ জন, এরমধ্যে আত্মহত্যা করেছেন ৮ জন। ধর্ষণের প্রতিবাদ করায় খুন হয়েছে ৩ জন নারী ও ২ জন পুরুষ। একের পর এক র্নিমম ঘটনা আমাদের মধ্যে ķদ্বেগ- ķŤকন্ঠা তৈরি করছে। এই পরিস্থিতিতে ‘র্কমজীবী নারী’ নারী ও শিশু র্নিযাতন বন্ধে ‘যৌন আক্রমন আর না!!!’ এই প্রতিপাদ্যকে ধারন করে ০৩ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, বিকাল : ৩ :৩০ টায় ; গোল চত্বর, সনি সিনেমা হলের সামনে, মিরপুর-১ এ এক প্রতিবাদ সমাবেশ এর আয়োজন করতে যাচ্ছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কর্মজীবী নারী’র প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার এমপি। বক্তব্য রাখবেন কর্মজীবী নারী’র সহ-সভাপতি উম্মে হাসান ঝলমল ও নির্বাহী পরিচালক রোকেয়া রফিক। সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন নারীশ্রমিকনেতৃবৃন্দ, নারীনেতৃবৃন্দ ও উন্নয়ন সংগঠনের কর্মীবৃন্দ ।

অনুষ্ঠান : সমাবেশ

বিষয় : যৌন আক্রমণ আর না!!!
ধর্ষণ, ধর্ষণ পরবর্তী হত্যা ও যৌন অত্যাচারসহ সকল সহিংসতার বিরুদ্ধে আমরা।

তারিখ, স্থান ও সময় : ০৩ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, বিকাল : ৩:৩০ টা ; গোল চত্বর, সনি সিনেমা হল, মিরপুর-০১, ঢাকা

অনুগ্রহপূর্বক উক্ত আয়োজনে আপনার বহুল প্রচারিত জাতীয় দৈনিক / দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল / বার্তা সংস্থার পক্ষ থেকে একজন প্রতিবেদক ও একজন চিত্র সাংবাদিক / ক্যামেরা ক্রু পাঠানোর অনুরোধ করছি।
আপনাদের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ

 

রোকেয়া রফিক
নির্বাহী পরিচালক
কর্মজীবী নারী
যোগাযোগ: কাজী গুলশান আরা দিপা (০১৭১৬৮৬৪৪৭২)

Pre-Press Release:  PDF LINK

চলমান যৌন নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে নারীশ্রমিক জমায়েত এবং ‘পোশাক শিল্প কারখানায় নারীবান্ধব ও নিরাপদ কর্মপরিবেশ’ বিষয়ক গবেষণা হতে প্রাপ্ত ফলাফলসমূহ শ্রমিকদের অবহিত করার জন্য ও আলোচনা সভা।

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১৬/০৫/২০১৯

বরাবর
বার্তা সম্পাদক/ প্রধান প্রতিবেদক/ এসাইনমেন্ট অফিসার

মহোদয়,
কর্মজীবী নারী’র পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা! সকল শ্রেণি-পেশা নির্বিশেষে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ‘কর্মজীবী নারী’ তার প্রতিষ্ঠালগ্ন ১৯৯১ সাল থেকেই কাজ করে আসছে। এরই ধারাবাহিতায় সাউথ এশিয়া উইমেন ফান্ড-এর অর্থায়নে এবং ইন্টারন্যাশনাল উইমেন’স রাইট্ধসঢ়;স একশন ওয়াচ (এশিয়া প্যাসিফিক)- এর সহযোগিতায় কর্মজীবী নারী ‘স্ট্রেনদেনিং ইমপ্লিমেন্টেশন অব সিডও উইথ এ ফোকাস অন উইমেন’স ইকোনমিক, সোস্যাল এন্ড কালচালারাল রাইটস’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর আওতায় কর্মজীবী নারী সিডও সনদের ধারা ১১ (এমপ্লয়মেন্ট)-এর সুপারিশ নং ৩১ (গ) অনুযায়ী পোশাক শিল্প কারখানায় নারীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ ও তা বাস্তবায়নের জন্য একটি গবেষণার কাজ হাতে নিয়েছিল, যে গবেষণার কাজটি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ গবেষণায় পোশাক শিল্প কারখানায় নারীদের নিরাপদ কর্মপরিবেশের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। গবেষণাটিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ- এর ৩০০ টি পোশাক কারখানার ‘পোশাক শিল্প কারখানায় নারীদের নিরাপদ কর্মপরিবেশ’ বিষয়টির উপর ৩০১৪ জন শ্রমিকের মতামত নেয় হয়েছে।

এই গবেষণার ফলাফল নিয়ে ইতিমধ্যে সরকারি ও সরকারের বিভিন্ন অংশীদারিত্বমূলক প্রতিষ্ঠান, মানবাধিকার, ট্রেড ইউনিয়ন ও নারী শ্রমিক অধিকার বিষয়ে কর্মরত প্রতিষ্ঠানের সাথে আলোচনা করা হয়েছে। এরই ধারাবাহিতায় গবেষণার মূল অংশগ্রহণকারী সাধারণ শ্রমিকের মধ্যে গবেষণাটির তথ্য বিনিময় করার জন্য নারীশ্রমিক জমায়েত ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কর্মজীবী নারী’র প্রতিষ্ঠাতা সভাপতি নারীনেত্রী শিরীন আখতার এমপি, অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন কর্মজীবী নারীর সভাপতি ও গবেষক ড. প্রতিমা পাল মজুমদার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মোঃ জামাল মোস্তফা, কাউন্সিলর, ৪ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এছাড়া আরো উপস্থিত থাকবেন বৃহত্তর মিরপুর এরিয়ার বিভিন্ন ওয়ার্ড এর কাউন্সিলরগন, জাতীয় পর্যায়ের ট্রেড ইউনিয়ন নের্তৃবৃন্দ, মানবাধিকার কর্মী, বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকগণ ও বিভিন্ন পোশাক শিল্প কারখানার নারীশ্রমিকবৃন্দ। উক্ত সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

বিষয় : চলমান যৌন নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে নারীশ্রমিক জমায়েত এবং ‘পোশাক শিল্প কারখানায় নারীবান্ধব ও নিরাপদ কর্মপরিবেশ’ বিষয়ক গবেষণা হতে প্রাপ্ত ফলাফলসমূহ শ্রমিকদের অবহিত করার জন্য ও আলোচনা সভা।

তারিখ, স্থান ও সময় : ১৭ মে ২০১৯, শুক্রবার, দুপুর ০৪:০০ টা থেকে বিকাল

কর্মজীবী নারী
কর্মজীবী নারী, গ্রীন এভিনিউ পার্ক, বাড়ি-০১, এপার্টমেন্ট বি৮, রোড-০৩, ব্লক-এ, সেকশন-০৬, মিরপুর,
ঢাকা-১২১৬; টেলিফোন: ০২ ৫৮০৫১৫৪৫, ফ্যাক্স: ০২ ৫৮০৫১৫৪৬

০৭:০০ টা পর্যন্ত, চলমান যৌন নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে নারীশ্রমিক জমায়েত মিরপুর- ১৩ এর হারম্যান মেইনর স্কুল এর সামনের রাস্তায় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে ৪ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, মিরপুর- ১৩ আপনাদের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ

 

সানজিদা সুলতানা
পরিচালক, কর্মজীবী নারী

“কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের যৌন হয়রানি : সংগ্রাম এবং উত্তরণের উপায়” শীর্ষক গবেষণা পত্র উপস্থাপন সেমিনারে  আমন্ত্রণ পত্র

“কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের যৌন হয়রানি : সংগ্রাম এবং উত্তরণের উপায়” শীর্ষক গবেষণা পত্র উপস্থাপন সেমিনারে আমন্ত্রণ পত্র

সুধী,

কর্মজীবী নারী এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানবেন!
বাংলাদেশের অর্থনৈতিক বুনিয়াদের অন্যতম ভিত্তি পোশাক শিল্প। এই শিল্পের সিংহভাগ কর্মী নারী। এই শিল্পের স্থায়ীত্বশীলতার জন্য ইতিমধ্যে নেওয়া হয়েছে নানান উদ্যোগ যার অংশ হিসেবে “জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা কর্মসূচি” এর আওতায় “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে” ‘কর্মজীবী নারী’ ও ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ যৌথভাবে তৈরী পোশাক শিল্প কারখানায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে। তারই অংশ হিসেবে মানুষের জন্য ফাউন্ডেশন “কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের যৌন হয়রানি ; সংগ্রাম এবং উত্তরনের উপায়” শীর্ষক এক গবেষণা সম্পন্ন করেছে।

এ গবেষণায় পোশাক শিল্প কারখানায় যৌন হয়রানির বর্তমান অবস্থা, প্রতিরোধ ও উত্তরণের উপায় পর্যবেক্ষণ করা হয়েছে। গবেষণাটির তথ্য উপস্থাপনের জন্য আগামি ০৭ মে, ২০১৯ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব ( ভি আই পি লাউঞ্জ)-এ সকাল ১০:০০ – ০১:০০টা পর্যন্ত সরকারি ও বেসরকারি বিভিন্ন অংশীদারিত্বমূলক প্রতিষ্ঠান, মানবাধিকার, ট্রেড ইউনিয়নসহ নারী শ্রমিক অধিকার বিষয়ে কর্মরত প্রতিষ্ঠানসমূহের উপস্থিতিতে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

কর্মজীবী নারী মানুষের এবং মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত এ সভায় সম্মানিত অংশগ্রহণকারি হিসেবে উপস্থিত থাকার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। উক্ত অনুষ্ঠানে আপনার অংশগ্রহন এই আয়োজনকে আরও সমৃদ্ধ করবে এবং আপনার সুচিন্তিত বক্তব্য ও দিকনির্দেশনা কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখবে।

ধন্যবাদসহ

 

রোকেয়া রফিক
নির্বাহী পরিচালক, কর্মজীবী নারী

প্রেস বিজ্ঞপ্তি – গার্মেন্টস শিল্পের শ্রমিক সম্মিলন

প্রেস বিজ্ঞপ্তি

তারিখ: ২৯ জানুয়ারি, ২০১৮
বরাবর
বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/এসাইনমেন্ট অফিসার
মহোদয়

কর্মজীবী নারী’র শুভেচ্ছা রইল!
কর্মজীবী নারী ও কেয়ার বাংলাদেশ আগামী ৩০ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার ‘সমতার পথে নারীশ্রমিক নেতৃত্বের যাত্রা’ এই আহ্বানে বিয়াম ফাউন্ডেশন, ঢাকা-এর অডিটোরিয়ামে সকাল ১০:০০-৫:০০ টা পর্যন্ত গার্মেন্টস শিল্পের শ্রমিক সম্মিলনের আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব হাসানুল হক ইনু এমপি এবং সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শাজাহান খান এমপি। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন ড. প্রতিমা পাল-মজুমদার, সভাপতি, কর্মজীবী নারী এবং সদস্য, ঐক্য প্লাটফর্ম ও সমাপনী অধিবশেনে সভাপতিত্ব করবেন শিরীন আখতার এমপি, সদস্য, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি এবং প্রতিষ্ঠাতা-সভাপতি, কর্মজীবী নারী। এ আয়োজনে জাতীয় পর্যায়ের শ্রমিকনেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক এবং গার্মেন্টস শিল্পের শ্রমিকগণ উপস্থিত থাকবেন।

অনুষ্ঠান : গার্মেন্টস শিল্পের শ্রমিক সম্মিলন: সমতার পথে নারীশ্রমিক নেতৃত্বের যাত্রা
তারিখ, অনুষ্ঠান-সূচি ও স্থান : ৩০ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার
উদ্বোধনী অধিবেশন : ১০:০০ -১২:০০ টা
প্যানেল ডিসকাশন : ২:০০-৩:০০ টা
সমাপনী অধিবেশন : ০৩:০০-০৫:০০ টা
স্থান : শহীদ এ. কে, এম শামসুল হক খান মেমোরিয়াল
হল, বিয়াম ফাউন্ডেশন, ৬৩ নিউ ইস্কাটন, ঢাকা-
১০০০।

অনুগ্রহপূর্বক উক্ত আয়োজনে আপনার বহুল প্রচারিত জাতীয় দৈনিক / দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল / বার্তা সংস্থার পক্ষ থেকে একজন প্রতিবেদক ও একজন চিত্র সাংবাদিক/ক্যামেরা ক্রু পাঠানোর অনুরোধ করছি।

আপনাদের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ।

বার্তা প্রেরক

রাহেলা রব্বানী
পরিচালক
যোগাযোগ: রাবিতা ইসলাম (০১৯৩৭০৩৮৭০০)

Pin It on Pinterest