ইয়াসমিন হত্যা দিবস পালন

ইয়াসমিন হত্যা দিবস পালন ও গৃহকর্মীর উপর সকল ধরণের নির্যাতন বন্ধের দাবিতে ২৪ আগস্ট ২০২৩ বিকেল ৪টায় সুনীতি প্রকল্পের সহযোগীতায ও কর্মজীবী নারীর আয়োজনে মানববন্ধন

প্রিয় সুধী,
কর্মজীবী নারী’র পক্ষ থেকে শুভেচ্ছা!

১৯৯৫ সালে ইয়াসমিন আক্তার (১৪) নামের একজন গৃহকর্মীকে ঢাকা থেকে দিনাজপুরের দলমাইল এলাকায় নিজ বাড়িতে ফেরার সময় বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা পুলিশ ভ্যানে তাকে বাড়িতে পৌছে দেয়ার প্রতিশ্রুতির নাম করে তাকে ধর্ষণর পর হত্যা করে। এই ঘটনার প্রতিক্রিয়ায় ২৬ আগস্ট ১৯৯৫ সালে বিক্ষুব্ধ জনতা স্থানীয় পুলিশ ফাঁড়ি আক্রমন করলে অঞ্চলটিতে কারফিউ জারি করে পুলিশ। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলিবর্ষণ করলে ১৭ জন নিহত হয় এবং প্রায় ১০০ জন আহত হয়। পরবর্তীতে ২০০৪ সালে অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে মৃত্যুদন্ডে দন্ডিত করা হয়। এই ঘটনার পর থেকে প্রতি বছর বাংলাদেশে গৃহশ্রমিকের উপর সকল ধরণের নির্যাতন বন্ধে ২৪ আগস্ট “ইয়াসমিন হত্যা” দিবস পালন করা হয়।

এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ভাবে গৃহকর্মীর নির্যাতনের খবর আমরা পত্রিকা মারফত জানতে পারছি। সম্প্রতি, ঢাকার কেরানীগঞ্জে কিশোরী গৃহকর্মীকে বেঁধে নির্যাতন, রূপনগরে তামান্নাকে ভবনের ৯তলা থেকে ফেলে হত্যা ইত্যাদি ঘটনা ঘটেই চলেছে।

ইয়াসমিন হত্যা দিবসকে কেন্দ্র করে গৃহকর্মীর উপর সকল ধরণের নির্যাতন বন্ধে এবং নির্যাতকের উপযুক্ত শাস্তির দাবিতে আগামীকাল ২৪ আগস্ট ২০২৩ সুনীতি প্রকল্পের সহযোগীতায় এবং কর্মজীবী নারীর আয়োজনে বিকেল ৪টায় মিরপুর ১, সনি সিনেমা হলের সামনে মানববন্ধন এর আয়োজন করতে যাচ্ছে।

এই মানববন্ধনে আপনার অংশগ্রহণ কামনা করছি এবং পত্রিকায় মানববন্ধনের খবর প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আপনার এ ‍উদ্যোগ  গৃহকর্মীর উপর নির্যাতন এর বিরুদ্ধে আওয়াজ তুলবে এবং গৃহকর্মীরা যেন সঠিক বিচার পায় তার পক্ষ সমর্থন করবে।
মানববন্ধ
সময়: বিকেল ৪টা
তারিখ: ২৪ আগস্ট ২০২৩
স্থান: মিরপুর ১, সনি সিনেমা হলের সামনে
ধন্যবাদ
ফারহানা আফরিন তিথি
প্রকল্প সমন্বয়ক
সুনীতি প্রকল্প
কর্মজীবী নারী
কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও সহিংসতা প্রতিরোধের” উপর  পোস্টার প্রকাশিত

কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও সহিংসতা প্রতিরোধের” উপর পোস্টার প্রকাশিত

’16 Days’ ২০২১ উপলক্ষে SCSPIGBV প্রকল্পের আওতায় কর্মজীবী নারী’র উদ্যোগে “কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও সহিংসতা প্রতিরোধের” উপর পোস্টার প্রকাশিত।
প্রকাশিত পোস্টার লোড স্টার কারখানার সহকারী ম্যানেজার কমপ্লায়েন্স, জনাব বিজয় কুমার দাশের নিকট হস্তান্তর করা হয় ও কারখানার অভ্যন্তরে পোস্টার টাঙানো হয়।
সবশেষে মিরপুর ১৩ কর্ম এলাকার ‘নারী’র প্রতি সহিংসতা প্রতিরোধ’ দলের সদস্যদের উদ্যোগে ’16 Days’ উপলক্ষে মানববন্ধন সম্পন্ন। Facebook Link
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ উদযাপন উপলক্ষে কর্মজীবী নারী’র রিক্সা র‌্যালি

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ উদযাপন উপলক্ষে কর্মজীবী নারী’র রিক্সা র‌্যালি

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ উদযাপন উপলক্ষে কর্মজীবী নারী’র রিক্সা র‌্যালি অনুষ্ঠিত।

“নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মজীবী নারী আজ ০৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার সকাল ১০ টায় অস্ট্রেলিয়ান এইড ও এ্যাকশনএইড এর সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ উদযাপন উপলক্ষে রিক্সা র‌্যালি ও মানববন্ধন এর আয়োজন করে।

কর্মজীবী নারী’র সমন্বয়ক রাজীব আহমেদ এর সভাপতিত্বে রিক্সা র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কর্মজীবী নারী’র গবেষনা সমন্বয়ক ফারহানা আফরিন তিথি। তিনি তার বক্তব্যে বেগম রোকেয়ার স্মৃতিচারণ করে বলেন, নারীর অগ্রসর হওয়ার পথে বাধাগুলো যেমন, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানী, ইত্যাদি রোধে নারীকেই সচেতন হয়ে সুন্দর সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়ক রাবিতা ইসলাম। তিনি নারীর জন্য নির্যাতনমুক্ত ও নিরাপদ পরিবার এবং কর্মক্ষেত্র গড়ে তোলা ও সেই সাথে কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে আইন প্রণয়ন ও “আইএলও কনভেনশন- ১৯০” অনুসমর্থন করার জোর দাবী জানান। কর্মসূচীতে সংহতি বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক-জোট বাংলাদেশ এর ঢাকা মহানগরের যুগ্ম আহবায়ক শ্রমিকনেত্রী শেখ শাহনাজ। তিনি সকল নারীকে আর নিরব না থেকে যে কোন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ করার আহবান জানান ।

উক্ত সকল কর্মসূচীতে উপস্থিত ছিলেন কর্মজীবী নারী’র কর্মী ও নারীশ্রমিকবৃন্দ। সর্বশেষে কর্মসূচীর সভাপতি এবং কর্মজীবী নারীর সমন্বয়ক রাজীব আহমেদ সমাপনী বক্তব্য রাখেন। তিনি সমসাময়িক ইস্যুতে কর্মজীবী নারী’র পক্ষ থেকে নারীর প্রতি অবমাননাকর মন্তব্য ও নারী বিদ্বেষী তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এর দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন ও দ্রুত সময়ের মধ্যে মন্ত্রী পরিষদ থেকে বহিস্কার করায় মাননীয় প্রধানমন্ত্রী কে কর্মজীবী নারীর পক্ষ হতে ধন্যবাদ জানান। সেই সাথে রিক্সা র‌্যালির শুভ উদ্বোধন ঘোষনা করেন ও মানববন্ধনের সমাপনী ঘোষনা করেন।

এই কর্মসূচী থেকে কর্মজীবী নারী’র দাবীসমূহ:
১. নারীর জন্য নির্যাতনমুক্ত ও নিরাপদ, পরিবার এবং কর্মক্ষেত্র গড়ে তুলতে হবে;
২. নির্যাতন মুক্ত পরিবার, নারী-পুরুষের সমঅধিকার গড়ে তুলতে হবে;
৩. নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধ করতে হবে;
৪. বৈষম্যহীনভাবে সকলক্ষেত্রে নিরাপদ, ঝুঁকিমুক্ত ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে;
৫. কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে আইন প্রণয়ন করতে হবে এবং “আইএলও কনভেনশন- ১৯০” অনুসমর্থন করতে হবে।

Facebook Link: FB Text & PhotoFB Video

Pin It on Pinterest