News and Events
সিডও সনদ বাস্তবায়নে পোশাক শিল্প কারখানায় নারীর জন্য নিরাপদ ও নারীবান্ধব কর্মপরিবেশ বিষয়ে গবেষণা হতে প্রাপ্ত ফলাফলসমূহ শ্রমিকদের অবহিত করার লক্ষ্যে নারীশ্রমিক জমায়েত
“আগামী জুন মাসের বাজেটে নারীর ঘরের কাজের স্বীকৃতি এবং জিডিপিতেও তার মূল্য অন্তর্ভুক্ত করা হোক”
-শিরিন আখতার এমপি.
আজ ১৭ মে ২০১৯ কর্মজীবী নারীর উদ্যোগে ‘সিডও সনদ বাস্তবায়নে পোশাক শিল্প কারখানায় নারীর জন্য নিরাপদ ও নারীবান্ধব কর্মপরিবেশ বিষয়ে গবেষণা হতে প্রাপ্ত ফলাফলসমূহ শ্রমিকদের অবহিত করার লক্ষ্যে নারীশ্রমিক জমায়েত’ শীর্ষক একটি সভা অনুষ্ঠিত হয় ৪ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুর- ১৩ ঢাকা। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরীন আখতার এম.পি। রায় রমেশের মৃত্যুতে কর্মজীবী নারীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন এর মাধ্যমে শুরু হওয়া এই সভায় কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) সিতি সালমা খান স্বাগত বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর সহ সাংগঠনিক সম্পাদক (কেন্দ্রীয় কমিটি) শাহীন আক্তার পারভীন, কর্মজীবী নারীর নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সাংসদ সদস্য রাফিয়া আক্তার ডলি এবং ধারণা পত্র পাঠ করেন কর্মজীবী নারী’র পরিচালক সানজিদা সুলতানা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কর্মজীবী নারীর সভাপতি ড. প্রতিমাপাল-মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে শিরীন আখতার এমপি. সিডও সনদে নারীর অধিকার ও মর্যাদার কথা বলা হয়েছে উল্লেখ করে নারীর ঘরের কাজের মূল্য যেন আগামী জুন মাসের বাজেটে অন্তর্ভুক্ত করা হয় এবং জিডিপি তে নারীর কাজের মূল্য অন্তর্ভুক্ত করার দাবি জানান। সম্প্রতি নুসরাত ও তানিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা বর্ণনা করে তিনি নারীর উপর সকল ধরণের নির্যাতন এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নারী শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, একদিকে কারখানায় কাজ করবো, আরেকদিকে নিজের মর্যাদা বাড়াবো, একদিকে কারখানায় কাজ করবো, আরেকদিকে নায্য মজুরির দাবি করবো, ওভারটাইমের জন্য লড়াই করবো, সুন্দর জীবন গড়বো।
বক্তব্যে শাহীন আখতার পারভীন বলেন, দীর্ঘ ২৭ বছর ধরে কর্মজীবী নারী নারীশ্রমিকের সমঅধিকার ও সমমর্যাদার জন্য কাজ করছে, তারই প্রেক্ষিতে তিনি বলেন, একজন শ্রমিক কাজ করবে মর্যাদার সাথে নিরাপদ কর্মপরিবেশে।
রাফিয়া আক্তার ডলি তার বক্তব্যে বলেন, অভিবাসী শ্রমিক এবং বাংলাদেশের গার্মেন্ট শ্রমিকদের আয়ের উপরেই এই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তিনি সিডও সনদের দাবি এবং কর্মজীবী নারীর দাবি বাস্তবায়নের উপর জোর দিয়ে শ্রমিকদের একত্রিত হওয়ার আহ্বান জানান। বাংলাদেশের সব আন্দোলন শ্রমিক আন্দোলন দিয়ে শুরু হয়েছে বলে উল্লেখ করে তিনি শ্রমিকের উদ্দেশ্যে বলেন, তাদের দায়িত্ব হলো শ্রমের ন্যায্য মূল্য বুঝে নেওয়া। তিনি তাদেরকে সংঘবদ্ধভাবে ট্রেড ইউনিয়ন গড়ে তোলার আহ্বান জানান।
কর্মজীবী নারীর সভাপতি ড. প্রতিমা পাল- মজুমদার অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বলেন, এই পোশাক শিল্প কারখানার উন্নতির জন্য মালিক- শ্রমিক এবং সরকারের কিছু দায়িত্ব রয়েছে, মালিক যখন শ্রমিকের উপর নির্যাতন করে তখন তার মনের উপর বিরূপ প্রভাব পড়ে ফলে কাজের উৎপাদনশীলতা কমে যায়, এই কারণে উৎপাদনশীলতা ভারসাম্যের জন্য শ্রমিকের কাজের ভালো পরিবেশ যতটুকু জরুরি তার চেয়ে বেশি প্রয়োজন মালিকের জন্য।
বার্তা প্রেরক
সানজিদা সুলতানা
পরিচালক
যোগাযোগ: ফারহানা আফরিন তিথি (০১৫৭১৭৯৬৯৮৭)
—–
প্রেসবিজ্ঞপ্তি
তারিখ: ১৭ মে, ২০১৯
National ToT Workshop on Facilitation & Negotiation skill
Three days long ‘National ToT Workshop on Facilitation & Negotiation skill’, from 24 to 26 April 2018; under the ‘Sustainable and Responsible Actions for Making Industries Care (SRAMIC) Project’ is holding in CBCB, Asadgate, Mohammadpur, Dhaka.
সিডও সনদ বাস্তবায়নে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে করণীয় বিষয়ে ট্রেড ইউনিয়নের সাথে সংলাপ
“শ্রমিক সংগঠনগুলো একত্রিত না হলে কোনো দাবিই পূরণ হবে না”
১৬ এপ্রিল কর্মজীবী নারীর উদ্যোগে ও স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে নারী পক্ষের অংশগ্রহণে ‘পোশাক শিল্প কারখানায় চাই নারীর জন্য নিরাপদ কর্মপরিবেশ’এই আহŸানে জাতীয় প্রেস ক্লাব-এর ভিআইপি লাউঞ্জে, এক মত বিনিময় সভায় ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর পক্ষ থেকে প্রতিনিধি নুসরাত জাহান, এসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল। কর্মজীবী নারীর সভাপতি ড. প্রতিমাপাল-মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ এর সভাপতি নঈমূল আহসান জুয়েল, গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ এর সভাপতি লীমা ফেরদৌস। সভাটি সঞ্চালনা করেন কর্মজীবীনারী’র নির্বাহী পরিচালক রোকেয়া রফিক।
প্রধান অতিথির বক্তব্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর প্রতিনিধি নুসরাত জাহান বলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর তিনটি ক্লাস্টারে করছে ১. সাধারণ বিভাগ ২. সেফটি বিভাগ এবং ৩. ¯^াস্থ্য বিভাগ। এই সব বিভাগে কাজ করতে গিয়ে পোশাক শিল্প কারখানায় নারী শ্রমিকের সুরক্ষায় তাদের কাজের পরিব্যাপ্তি আরও বাড়িয়েছেন।
নারীশ্রমিকের দক্ষতা, উদ্ভাবন এবং উৎপাদনশীলতার উপর জোর দিয়ে কর্মক্ষেত্রে নারী শ্রমিকের অনিরাপদ অবস্থা বিশ্লেষণ করেন কর্মজীবী নারীর সভাপতি ড. প্রতিমাপাল-মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্যে রাজেকুজ্জামান রতন বলেন দেশে প্রবৃদ্ধির সাথে সাথে নারীর প্রতি সহিংসতাও বাড়ছে তাই এসডিজি লক্ষ্য অর্জনও কঠিন হয়ে যাবে। নঈমূল আহসান জুয়েল বলেন এমপ্লায়ারস এসোসিয়েশনের মতো শ্রমিক সংগঠন, ফেডারেশন এবং ইউনিয়নগুলো একত্রিত হয়ে একটি সংগঠন হয়ে কাজ করলে কর্মক্ষেত্রে নারী শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। সেই সাথে লীমা ফেরদৌস বলেন নারীর অধিকার, নিরাপত্তা ও সুরক্ষার জন্য সর্ব প্রথম নারীকেই সচেতন হতে হবে।
সভার সমাপনী বক্তব্যে সিডও সনদ সুপারিশ নং ৩১ (গ) বাস্তবায়নের জন্য নীতি নির্ধরক এবং সরকারের প্রতি আহŸান জানান সভার সভাপতি ড. প্রতিমাপাল-মজুমদার । এছাড়া এই আয়োজনে জাতীয় পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ এবং গার্মেন্টস শিল্পের শ্রমিকগণ উপস্থিত ছিলেন
“গ্রাম-শহরের নারীর সম-অধিকার নিশ্চিতকরণ” এ দাবিতে মানববন্ধন
গ্রাম-শহরে নারীর সমঅধিকার নিশ্চিতকরণের এখনই সময়, নারীর মর্যাদা নিশ্চিতকরণে চাই নিরাপদ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্য ”গ্রাম-শহরে নারীর সমঅধিকার নিশ্চিতকরণের এখনই সময়, নারীর মর্যাদা নিশ্চিতকরণে চাই নিরাপদ কর্মপরিবেশ” এ দাবিতে কর্মজীবী নারী বিগত ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার সকাল ১১.৩০ টায় জাতীয়্ প্রেসক্লাব চত্তরে গার্মেন্ট নারী শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত।
বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় ৪০ লক্ষ নারীশ্রমিক গার্মেন্ট সেক্টরে কাজ করছে। এ শিল্পের ৮০% শ্রমিক নারী ফলে এই শিল্পের সার্বিক উন্নয়নে নারী-পুরুষের মর্যাদাপূর্ণ সহ-অবস্থান ও যৌন হয়রানী মুক্ত কর্মপরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবে তারা তাদের কর্মজীবনে, ব্যক্তিজীবনে বিশেষ করে পারিবাপিরক জীবনে নানা নিরর্যাতন এবং নিপীড়েনের শিকার হচ্ছে। যারা বিরুদ্ধে আজও নারীরা তাদের সমাজে এবং কর্মক্ষেত্রে সমমর্যাদা, সমঅধিকার এবং যৌন নির্যানের নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে। বক্তারা দাবী জানান সকল প্রকার কর্মক্ষেত্রে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে’ (মহামান্য হাইকোর্ট নির্দেশনা ২০০৯) অবিলম্বে পূর্ণাঙ্গ আইনরূপে প্রকাশ ও বাস্তবায়নে কার্য্কর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
কর্মজীবী নারী’র সভাপতি ড. প্রতিমা পাল-মজুমদার সভাপতির ভাষনে বলেন গ্রামের নারীরা প্রান্তিক অবস্থানের কারণে সুযোগ-সুবিধা এবং অধিকার প্রাপ্তিতে শহরের নারীদের চেয়ে অনেক পেছনে অবস্থান করছে। আমরা আজকের এ দিনে শহর এবং গ্রামের নারীদের মধ্যেও সমসুযোগের দাবি তুলছি।
মানব বন্ধনে সভাপতিত্ব করেন কর্মজীবী নারী’র সভাপতি ড. প্রতিমা পাল-মজুমদার। এছাড়া আরো উপস্থিত ছিলেন কর্মজীবী নারীর পরিচালক সানজিদা সুলতানা এবং রাহেলা রব্বানী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত কর্মজীবী নারী এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নের নারী নেতৃবৃন্দ।
Consultation Meeting on fair Recruitment Process of Migrant Women Garment Worker and Experience Sharing by the Workers
Dear All
Greetings from Karmojibi Nari!
We are cordially inviting you of the Program on ‘Consultation Meeting on fair Recruitment Process of Migrant Women Garment Worker and Experience Sharing by the Workers” at Briefing Center(1st Floor),Probashi Kallayan Bhaban, Easkaton Garden, Ramna, Dhaka on 27 February 2018 from 02:00 pm – 05:00 pm.
Dr. Nomita Halder NDC, Honorable Secretary, Ministry of Expatriates’ Welfare and Overseas Employment have given her kind consent to be graced as aChief Guest in this program.
Please note that the program will start with lunch.
We look forward to your active participation. We will very much appreciate if you confirm your participation.
Best Regards
Rokeya Rafique
Executive Director
State of Rights Implementation of Women Ready Made Garment Workers with the support of Care, Bangladesh
Dear All,
Greetings from Karmojibi Nari!
Karmojibi Nari has been commissioned a study titled Watch Report: State of Rights Implementation of Women Ready Made Garment Workers with the support of Care, Bangladesh. The study conducted by Dr. Jakir Hossain, Professor, Institute of Bangladesh, University of Rajshahi.
A consultation has been arranged by Karmojibi Nari to share the findings of the study; it will be held on 26 February, 2018 from 10.00 am to 1.00 pm at Balcony Hall, Pan Pacific Sonargaon, 107, Kazi Nazrul Islam Avenue, Dhaka- 1215.
Dr. Hameeda Hossain, Convener, Worker Safety Forum, will remain present as Chief Guest of the consultation. The consultation will be presided over byDr. Pratima Paul Majumdar, President, Karmojibi Nari.
We are cordially inviting you to attend the consultation as special guest and as a respected CSO Platform Member. Your suggestion and feedback will enrich the said study.
We look forward to your kind presence in the consultation.
In Solidarity,
Rokeya Rafique
Executive Director
“সমতার পথে নারীশ্রমিক নেতৃত্বের যাত্রা” নারী শ্রমিক সম্মিলন ২০১৮
আজ ৩০ জানুয়ারি কর্মজীবী নারী ও কেয়ার বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে দিনব্যাপী ‘সমতার পথে নারীশ্রমিক নেতৃত্বের যাত্রা’ এই আহ্বানে বিয়াম ফাউন্ডেশন, ঢাকা-এর অডিটোরিয়ামে গার্মেন্টস শিল্পের নারী শ্রমিক সম্মিলনের আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও উদ্বোধনী ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব হাসানুল হক ইনু এমপি। উদ্বোধনী অধিবেশনে কর্মজীবী নারীর সভাপতি এবং ঐক্য প্লাটফর্মের সদস্য ড. প্রতিমা পাল-মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন Ms. Rensje TEERNK, Ambassador and the Head of Delegation to Bangladesh. স্বাগত বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিয়া চৌধুরী এবং সঞ্চালনা করেন কর্মজীবী নারী’র নির্বাহী পরিচালক রোকেয়া রফিক। অভিজ্ঞতা বিনিময় করেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শাহিন আক্তার পারভীন, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ফেরদৌসী বেগম ও সিডব্লিউএ’র নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, নারী ও শ্রমজীবী-কর্মজীবী নারীদের অধিকার রক্ষা ও নিশ্চিতকরণে বর্তমান সরকার বদ্ধপরিকর। তবে এক্ষেত্রে আপনাদেরও অধিকার আদায়ের গণতান্ত্রিক লড়াই টিকিয়ে রাখতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি টিকে আছে তিনটি খুঁটির উপর তা হচ্ছে তৈরি পোশাক শিল্পের নারীশ্রম, এক কোটি প্রবাসীর পাঠানো রেমিট্যান্স এবং গরীব কৃষক ও কৃষিশ্রম। তাই নারীশ্রমিকদের সম্মান-মর্যাদা-নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তৈরি পোশাক খাতসহ সকল কর্মক্ষেত্রে যৌনহয়রানি বন্ধ করতে হবে। পাশাপাশি নারীর তিন প্রধান শত্রু সাম্প্রদায়িকতা, জঙ্গি সন্ত্রাস ও সাইবার অপরাধীদের বর্জন করতে হবে।
সভাপতির বক্তব্যে ড. প্রতিমা পাল-মজুমদার প্রধান অতিথির বক্তব্যের সাথে একমত পোষন করে বলেন, তৈরি পোশাক খাতে নারীশ্রমিকদের যথাযথ সম্মান ও অধিকার বাস্তবায়নের জন্য সরকার, ট্রেড ইউনিয়ন এবং শ্রমিকদের একসাথে কাজ করতে হবে। কারণ ২০১৪ সালের এক গবেষণায় আমরা পেয়েছি যে, তৈরি পোশাক শিল্পের ৭৬% নারীশ্রমিককে নিয়োগপত্র প্রদান করা হয় না। এর ফলে তারা এক ধরনের নিরাপত্তাহীনতায় ভোগে এবং অস্বস্তি নিয়ে কাজ করে।
দিনব্যাপী সম্মেলনের প্যানেল ডিসকাশনের সঞ্চালনা করেন কেয়ার বাংলাদেশের নারী ও কন্যা শিশু ক্ষমতায়ন প্রোগ্রাম এর পরিচালক হুমায়রা আজিজ। তৃণমূলে নারী নেতৃত্বের চ্যালেঞ্জের উপর বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ ও সিডব্লিউ এ-র লিডার শারমিন আক্তার; কর্মক্ষেত্রে নারীকর্মীদের চ্যালেঞ্জের উপর বক্তব্য দেন গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম ও সিডব্লিউএ-র লিডার তাসলিমা; নারীশ্রমিকদের দক্ষতার উপর করণীয় এর উপর বক্তব্য দেন গার্মেন্টস দর্জি শ্রমিক কেন্দ্রের সভাপতি শাহিদা সরকার সিডব্লিউএ-র লিডার সীমা এবং নারীশ্রমিকের জীবনমান উন্নয়নে করণীয় এর উপর বক্তব্য দেন বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার ও সিডব্লিউ এ-র লিডার নাসিমা।
সমাপনী অধিবশেনে সভাপতিত্ব করেন শিরীন আখতার এমপি, সদস্য, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি এবং প্রতিষ্ঠাতা-সভাপতি, কর্মজীবী নারী। সমাপনী অধিবেশনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, এমপি। তিনি বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। শ্রমিকদের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন সিপিডি’র গবেষণা পরিচালক ও সদস্য, ঐক্য প্লাটফর্ম ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। সম্মিলনের ঘোষণাপত্র পাঠ করেন বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি শামিমা আক্তার শিরিন। এছাড়াও এ আয়োজনে জাতীয় পর্যায়ের শ্রমিকনেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক এবং গার্মেন্টস শিল্পের শ্রমিকগণ উপস্থিত ছিলেন। সবশেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘সমতার পথে নারীশ্রমিক নেতৃত্বের যাত্রা’ – গার্মেন্টস শিল্পের শ্রমিক সম্মিলন ২০১৮
কর্মজীবী নারী ও কেয়ার বাংলাদেশ আগামী ৩০ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার ‘সমতার পথে নারীশ্রমিক নেতৃত্বের যাত্রা’ এই আহ্বানে বিয়াম ফাউন্ডেশন, ঢাকা-এর অডিটোরিয়ামে সকাল ১০:০০-৫:০০ টা পর্যন্ত গার্মেন্টস শিল্পের শ্রমিক সম্মিলনের আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব হাসানুল হক ইনু এমপি এবং সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শাজাহান খান এমপি। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন ড. প্রতিমা পাল-মজুমদার, সভাপতি, কর্মজীবী নারী এবং সদস্য, ঐক্য প্লাটফর্ম ও সমাপনী অধিবশেনে সভাপতিত্ব করবেন শিরীন আখতার এমপি, সদস্য, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি এবং প্রতিষ্ঠাতা-সভাপতি, কর্মজীবী নারী। এ আয়োজনে জাতীয় পর্যায়ের শ্রমিকনেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক এবং গার্মেন্টস শিল্পের শ্রমিকগণ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠান : গার্মেন্টস শিল্পের শ্রমিক সম্মিলন: সমতার পথে নারীশ্রমিক নেতৃত্বের যাত্রা
তারিখ, অনুষ্ঠান-সূচি ও স্থান : ৩০ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার
উদ্বোধনী অধিবেশন : ১০:০০ -১২:০০ টা
প্যানেল ডিসকাশন : ২:০০-৩:০০ টা
সমাপনী অধিবেশন : ০৩:০০-০৫:০০ টা
স্থান : শহীদ এ. কে, এম শামসুল হক খান মেমোরিয়াল
হল, বিয়াম ফাউন্ডেশন, ৬৩ নিউ ইস্কাটন, ঢাকা-১০০০।