ইয়াসমিন হত্যা দিবস পালন

ইয়াসমিন হত্যা দিবস পালন ও গৃহকর্মীর উপর সকল ধরণের নির্যাতন বন্ধের দাবিতে ২৪ আগস্ট ২০২৩ বিকেল ৪টায় সুনীতি প্রকল্পের সহযোগীতায ও কর্মজীবী নারীর আয়োজনে মানববন্ধন

প্রিয় সুধী,
কর্মজীবী নারী’র পক্ষ থেকে শুভেচ্ছা!

১৯৯৫ সালে ইয়াসমিন আক্তার (১৪) নামের একজন গৃহকর্মীকে ঢাকা থেকে দিনাজপুরের দলমাইল এলাকায় নিজ বাড়িতে ফেরার সময় বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা পুলিশ ভ্যানে তাকে বাড়িতে পৌছে দেয়ার প্রতিশ্রুতির নাম করে তাকে ধর্ষণর পর হত্যা করে। এই ঘটনার প্রতিক্রিয়ায় ২৬ আগস্ট ১৯৯৫ সালে বিক্ষুব্ধ জনতা স্থানীয় পুলিশ ফাঁড়ি আক্রমন করলে অঞ্চলটিতে কারফিউ জারি করে পুলিশ। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলিবর্ষণ করলে ১৭ জন নিহত হয় এবং প্রায় ১০০ জন আহত হয়। পরবর্তীতে ২০০৪ সালে অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে মৃত্যুদন্ডে দন্ডিত করা হয়। এই ঘটনার পর থেকে প্রতি বছর বাংলাদেশে গৃহশ্রমিকের উপর সকল ধরণের নির্যাতন বন্ধে ২৪ আগস্ট “ইয়াসমিন হত্যা” দিবস পালন করা হয়।

এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ভাবে গৃহকর্মীর নির্যাতনের খবর আমরা পত্রিকা মারফত জানতে পারছি। সম্প্রতি, ঢাকার কেরানীগঞ্জে কিশোরী গৃহকর্মীকে বেঁধে নির্যাতন, রূপনগরে তামান্নাকে ভবনের ৯তলা থেকে ফেলে হত্যা ইত্যাদি ঘটনা ঘটেই চলেছে।

ইয়াসমিন হত্যা দিবসকে কেন্দ্র করে গৃহকর্মীর উপর সকল ধরণের নির্যাতন বন্ধে এবং নির্যাতকের উপযুক্ত শাস্তির দাবিতে আগামীকাল ২৪ আগস্ট ২০২৩ সুনীতি প্রকল্পের সহযোগীতায় এবং কর্মজীবী নারীর আয়োজনে বিকেল ৪টায় মিরপুর ১, সনি সিনেমা হলের সামনে মানববন্ধন এর আয়োজন করতে যাচ্ছে।

এই মানববন্ধনে আপনার অংশগ্রহণ কামনা করছি এবং পত্রিকায় মানববন্ধনের খবর প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আপনার এ ‍উদ্যোগ  গৃহকর্মীর উপর নির্যাতন এর বিরুদ্ধে আওয়াজ তুলবে এবং গৃহকর্মীরা যেন সঠিক বিচার পায় তার পক্ষ সমর্থন করবে।
মানববন্ধ
সময়: বিকেল ৪টা
তারিখ: ২৪ আগস্ট ২০২৩
স্থান: মিরপুর ১, সনি সিনেমা হলের সামনে
ধন্যবাদ
ফারহানা আফরিন তিথি
প্রকল্প সমন্বয়ক
সুনীতি প্রকল্প
কর্মজীবী নারী
প্রেস রিলিজ: তামান্না হত্যার দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হোক এবং অতি দ্রুত গৃহশ্রমিকদের নীতিমালা আইনে পরিনত করা হোক

প্রেস রিলিজ: তামান্না হত্যার দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হোক এবং অতি দ্রুত গৃহশ্রমিকদের নীতিমালা আইনে পরিনত করা হোক

প্রেস রিলিজ
তারিখ: ১০ জুলাই ২০২৩

গৃহকর্মী তামান্না হত্যার প্রতিবাদে সুনীতি প্রকল্প (কর্মজীবী নারী, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র, হ্যালোটাস্ক, ইউসেপ বাংলাদেশ, অক্সফাম ইন বাংলাদেশ, গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা) ও গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক এর মানববন্ধন

তামান্না হত্যার দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হোক এবং অতি দ্রুত গৃহশ্রমিকদের নীতিমালা আইনে পরিনত করা হোক

  • আবুল হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক, গৃহকর্মী অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক

গৃহশ্রমিক তামান্না হত্যার প্রতিবাদে আজ ১০ জুলাই ২০২৩, সকাল ১০টায় পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত জজ কোর্টের সামনে সুনীতি প্রকল্প ও গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। গৃহশ্রমিক তামান্না যেন সুবিচার পায়, বিচার প্রক্রিয়া যেন দ্রুত সম্পন্ন হয় এবং এটা যেন একটি দৃষ্টান্তমূলক বিচার হয় তার দাবিতে অনুষ্ঠিত এই মানববন্ধনে কর্মজীবী নারীর সদস্য বেলাল হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়াওর্ক এর ভারপ্রাপ্ত সম্পাদক, আবুল হোসেন। সংহতি বক্তব্য রাখেন কর্মজীবী নারীর সদস্য হুরমত আলাী, এডভোকেট মাসুদ খান খোকন, জোবাইদা পারভীন, সাধারণ সম্পাদক, মহিলা আইনজীবী সমিতি, জাতীয় শ্রমিকজোটের নেতা হেনা চৌধুরী ও শেখ শাহানাজ, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের সদস্য মোস্তফা। ৩২ জন অংশগ্রহণকারির উপস্থিতিতে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন কর্মজীবী নারী, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র, গৃহশ্রমিক অধিকার রক্ষা নেটওয়ার্ক, নারীমুক্তি, বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি এর প্রতিনিধিগণ। আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস এবং গৃহকর্মী এ্যাসোসিয়েশন নেটওয়ার্ক এর নেতৃবৃন্দসহ পথচারি, ব্যবসায়িওএলাকাবাসি।

তামান্না হত্যার অভিযুক্তকারিকে যদিও আইনের আওতায় আনা হয়েছে কিন্তু সে ইতোমধ্যে জামিনে ছাড়াও পেয়েছে। আজ ১০ জুলাই ২০২৩, সকাল ১০টায় তাকে কোর্টে শুনানির জন্য তলব করা হয়েছে বলে জানা গেছে। তামান্না হত্যার প্রতিবাদের প্রতিক্রিয়ার ধারাবাহিকতায় আজ ১০ জুলাই ২০২৩, সকাল ১০টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা সংহতি জ্ঞাপন করে– 

আবুল হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক তার বক্তব্যে বলেন, গৃহকর্মী তামান্না হত্যার খবরটি পত্রপত্রিকায়া ব্যপক ভাবে প্রকাশিত হয়েছে।তামান্না হত্যা জানান দিয়ে গেছেযেগৃহকর্মীদেরজন্যআইনপ্রনয়ণকরাকতটাজরুরী।এইমানববন্ধনেরমাধ্যমেতিনিসরকারকেঅতিদ্রুতগৃহশ্রমিকদেরনীতিমালাআইনেপরিনতকরারআহবানজানান।

হুরমত আলী, সমন্বয়ক, কর্মজীবী নারীর পক্ষ থেকে গৃহশ্রমিক তামান্না যেন সুবিচার পায়, বিচারপ্রক্রিয়াযেনদ্রুতসম্পন্নহয়এবংএটাযেনএকটিদৃষ্টান্তমূলকবিচারহয়তাদাবিকরেন।

জাতীয় শ্রমিক জোট এর নেতা শেখ শাহানাজ বলেন, তামান্নাহত্যারসুষ্ঠবিচারনাহলেদুর্বারআন্দোলনগড়েতুলবেগৃহশ্রমিকেরা।প্রয়োজনেদেশেরসকলগৃহশ্রমিকেরাকাজবন্ধকরেআন্দোলনেনামবে।তিনিসরকারকেগৃহশ্রমিকনীতিমালাকেঅতিদ্রুতআইনপাশকরারআহবানকরেছেন।

জাতীয়শ্রমিকজোটেরনেতাহেনাচৌধুরীফাঁসিরকাষ্ঠেঝুলিয়েহত্যাকারিরশাস্তিরদাবিজানিয়েএইঘটনাকেদৃষ্টান্তহিসেবেউপস্থাপনকরেনজিরসৃষ্টিকরারআহবানজানানযেনএইরকমঘটনাআরকখনোনাহয়।

আপনি নিশ্চয়ই অবগত হয়েছেন যে, মিরপুররে রূপনগর এলাকার একবাসা থেকেতামান্নানামেরএকগৃহকর্মীকেভবনের৯তলাথেকেধাক্কাদিয়েফেলেদিয়েহত্যাচেষ্টারঘটনাঘটে।ঘটনাটিঘটেগত২৩জুনশুক্রবারআনুমানিকসকাল৭টারদিকে।গুরুতরআহতঅবস্থায়তাকেঢাকামেডিকেলকলেজহাসপাতালেভর্তিকরাহয়।টানা৭দিনমৃত্যুরসাথেপাঞ্জালড়েতামান্নাগত১জুলাই২০২৩ঢাকামেডিকেলকলেজহাসপাতালেচিকিৎসাধীনঅবস্থায়মৃত্যুবরণকরেন।ঢাকামেডিকেলকলেজেময়নাতদন্তশেষেতামান্নারপরিবারতারমরদেহময়মনসিংহেতারাগঞ্জগ্রামেনিজএলাকায়নিয়েযান।

উল্লেখ্য যে, গৃহকর্মী তামান্নাকে হত্যাচেষ্টার প্রতিবাদে কর্মজীবী নারী তাৎক্ষনিক প্রতিক্রিয়া হিসেবে গত ২৬ জুন ২০২৩ দুয়ারিপাড়া মোড়, রূপনগর, মিরপুর এ একটি মানববন্ধন সম্পন্ন করে। গৃহশ্রমিক তামান্নার হত্যার প্রতিবাদে এবং এই ঘটনার যেন দৃষ্টান্তমূলক বিচার হয় তার দাবিতে কর্মজীবী নারী ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) অক্সফাম ইন বাংলাদেশ ও গেøাবাল এ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে চলমান সুনীতি প্রকল্পের আওতায় গত ৬ই জুলাই ২০২৩ সকাল ১১টায় ঢাকার চারটি এলাকায় মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা ও খিলগাঁও অঞ্চলে চারটি মানববন্ধন সম্পন্ন করেছে।

মানববন্ধন থেকে উঠে আসা দাবিসমূহ

. তামান্না হত্যার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হোক
. তামান্না হত্যাকারিকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক
. তামান্না হত্যার অভিযুক্তকারির জামিন না মঞ্জুর করা হোক
. গৃহশ্রমিক সুরক্ষা ও কল্যাণ নীতিমালা অতি দ্রুত আইনে পরিণত করার ব্যবস্থা নেয়া হোক

বার্তা প্রেরক
ফারহানা আফরিন তিথি
প্রকল্প সমন্বয়ক
কর্মজীবী নারী
যোগাযোগ: 01812868282

Domestic Workers Assemblage and Cultural Event

I am pleased to inform you that in a joint initiative of Karmojibi Nari and Democracywatch is going to organize an event “Domestic Workers Assemblage and Cultural Event” to observe “International Domestic Workers’ Day 2023” on 15th of June 2023 at Central Shaheed Minar in Dhaka from 4:00PM-7:00PM.

Click Here for Details PDF

Post Press Release about International Labour Day 2023 and Celebration of 33th Anniversary of Karmojibi Nari

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ০১ মে, ২০২৩

কর্মজীবী নারী’র মহান মে দিবস-২০২৩ ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | PDF

সকল শ্রমিকের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা কর

আজ ১ মে, ২০২৩ সকাল নয়টায় কর্মজীবী নারী মহান মে দিবস-২০২৩ ও ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সকল ক্ষেত্রে অধিকার মর্যাদায় নারী থাকবে পৃথিবীর বৃহৎ আঙিনায় এবং সকল শ্রমিকের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা কর’ এই প্রতিপাদ্য নিয়ে জিরো পয়েন্ট, পল্টন, ঢাকা-১০০০-এ সমাবেশের আয়োজন করেছে। কর্মজীবী নারী’র প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার, এমপি এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, কর্মজীবী নারী’র অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা এবং নারীশ্রমিক কন্ঠ থেকে সংহতি বক্তব্য রাখেন: নারীশ্রমিক নেত্রী মুর্শিদা আখতার নাহার, মাকসুদা খাতুন, হেনা চৌধুরী প্রমুখ।

বক্তব্যে কর্মজীবী নারী’র প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার, এমপি বলেন, নারী ও নারীশ্রমিকদের সুযোগ-সুবিধা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কর্মজীবী নারী পথ চলা শুরু করেছিল আজ থেকে ৩৩ বছর আগে। মানুষকে বেঁচে থাকার জন্য কাজ করতে হয়। তাই আমরা আবারও বলছি কাজ চাই, তবে তা মর্যাদার সাথে। মর্যাদার পাশাপাশি বেঁচে থাকার জন্য মজুরিও গুরুত্বপূর্ণ। সকল শ্রমিকের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে। নারীশ্রমিকের জীবনের নিরাপত্তা, ঝুঁকিমুক্ত কর্মপরিবেশ এবং যৌন হয়রানি থেকে রক্ষা পেতে রাষ্ট্র অনেক নীতিমালা করেছে। সেই নীতিমালার আলোকে আইন প্রণয়ন ও তার বাস্তবায়ন করতে হবে।

সমাবেশে বলা হয়, এ বছর কর্মজীবী নারীর গৌরবজ্জ্বল ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। স্বাধীনতার ৫৩ বছরে আর্থ-সামাজিক ও রাজনৈতিক খাতের বিভিন্ন সূচকে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই অগ্রগতিতে নারীর অবদান সর্বাধিক বিশেষ করে কৃষি, শ্রম, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নারীর অবদান উল্লেখযোগ্য। ‘কর্মজীবী নারী’ নারী আন্দোলন ও শ্রমিক আন্দোলনে নারীশ্রমিকের ব্যাপকতর উপস্থিতি, কার্যকর অংশগ্রহণ ও তৃণমূল পর্যায়ে নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে নিরন্তর সংগ্রামে এগিয়ে চলছে সাফল্যের সাথে। মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নে এবং তৈরি পোশাক খাত, চামড়া শিল্পখাতসহ কৃষিশ্রমিক, অভিবাসীশ্রমিক, পরিচ্ছন্নশ্রমিক, গৃহশ্রমিকদের জীবনমান উন্নয়নে ‘কর্মজীবী নারী’ ধারাবাহিকভাবে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মহান মে দিবস ২০২৩ এবং কর্মজীবী নারী’র ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমজীবী-খেটে খাওয়া-মেহনতি শ্রমিকদের জন্য কর্মজীবী নারী’র দাবি:

১. শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে;
২. শ্রমিক ছাঁটাই, কল-কারখানা বন্ধ করা চলবে না;
৩. অতি জরুরি কাজে নিয়োজিত সকল শ্রমিকের জন্য কার্যকর পিপিই-এর ব্যবস্থা করতে হবে;
৪. সকল শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে;
৫. শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে;
৬. আইএলও কনভেনশন ১৯০ এর বাস্তবায়ন করতে হবে। শোভন কাজ নিশ্চিত করতে হবে;
৭. গৃহশ্রমিক সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-২০১৫ বাস্তবায়ন করতে হবে এবং এর আলোকে আইন প্রণয়ন করতে হবে।
৮. ঘরে-বাইরে-কর্মক্ষেত্রে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা বন্ধ করতে রুখে দাঁড়াতে হবে।

বার্তা প্রেরক

জারিন তাসনিম
প্রকল্প সমন্বয়ক, কর্মজীবী নারী
০১৯১৪৩৫৭১২০

Pin It on Pinterest