Consultation Meeting – 25 October 2023

It gives us immense pleasure to inform you that Karmojibi Nari (KN) is going to Organize a significant Consultation Meeting on “The Vulnerability of Women and Women Workers in the Post-Covid-19: Needs and Realities of Decent Work and Social Protection” supported by Christian Aid. The Consultation Meeting is scheduled to take place on 25 October 2023, Wednesday from 10:30 am to 01:00 pm at Azimur Rahman Conference Hall, Daily Star, Farmgate, Dhaka. We are honored to have Honorable Parliament Member Barrister Shameem Haider Patwary MP, (Gaibandha-1) as Chief Guest.

Concept note for National level consultation-25 October 2023_PDF
Press Release for Consultation Meeting-Karmojibi Nari_PDF

প্রেস রিলিজ: লার্নিং শেয়ারিং মিটিং – ALDI ইন্ডাস্ট্রি সাসটেইনেবিলিটি প্রজেক্ট

প্রেস রিলিজ: লার্নিং শেয়ারিং মিটিং – ALDI ইন্ডাস্ট্রি সাসটেইনেবিলিটি প্রজেক্ট

বাস্তবায়নে- কর্মজীবী নারী
সহযোগিতায়-ALDI | PDF

আজ ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার “ALDI ইন্ডাস্ট্রি সাসটেইনেবিলিটি প্রজেক্ট” এর আওতায় ঢাকার হোটেল সারিনায় দিনব্যাপী “লার্নিং শেয়ারিং মিটিং” অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে ‘কর্মজীবী নারী’ এবং সহযোগিতা করছে ALDI। উক্ত সভার সভাপতিত্ব করেন জনাব এস এম নুরুল আজম, পরিচালক-সি আর ইউনিট এশিয়া, ALDI। প্রকল্প কার্যক্রমের সারমর্ম উপস্থাপনা এবং সভা পরিচালনা করেন জনাব মো. ওমর ফারুক। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন কারখানার মালিক প্রতিনিধি, ব্যবস্থাপনা কর্মী, শ্রমিক প্রতিনিধি, অখউও’র ব্যবসায়ীক অংশিদার ও কর্মজীবী নারী’র কর্মকর্তাবৃন্দ।

পরিচয় পর্ব ও কারখানা সুরক্ষা বিষয়ক অনুপ্রেরণামূলক সংগীতের পর সভার মূল কার্যক্রম শুরু হয়। সভায় “ALDI ইন্ডাস্ট্রি সাসটেইনেবিলিটি প্রজেক্ট” এর অর্জন, অভিজ্ঞতা, শিক্ষণীয় বিষয় ও চ্যালেঞ্জ সমূহ তুলে ধরা হয়। ALDI ইন্ডাস্ট্রি সাসটেইনেবিলিটি প্রজেক্ট এর অন্যতম কম্পোনেন্ট কারখানাভিত্তিক শিশু যত্ন কেন্দ্র (FBCC) এর পক্ষ থেকে একটি আকর্ষণীয় প্রদর্শনীর আয়োজন করা হয় যেখানে শিশু যত্ন কেন্দ্রে শিশুদের জন্য ব্যবহৃত বিভিন্ন খেলনা এবং শিক্ষা উপকরণসহ তাদের মানসিক বিকাশে সহায়তাকারী বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়। এই প্রকল্পের আওতায় পরিচালিত ‘কারখানার ব্যবস্থাপনা কর্মী ও শ্রমিক প্রতিনিধিদের দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ’ সম্পর্কে প্যানেল আলোচনা এবং প্রশিক্ষণে ব্যবহৃত বিভিন্ন উপকরণ সামগ্রী প্রদর্শন করা হয়। এছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও সমাপনী পর্বে প্রকল্পের বিভিন্ন অর্জনের স্বীকৃতি সরূপ ১২টি কারখানা এবং ছয়টি ব্যবসায়ীক অংশিদার প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

সভায় কর্মজীবী নারী’র অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা বলেন, কর্মজীবী নারী ১৯৯১ সাল থেকে বাংলাদেশের তৈরী পোশাক খাতের শ্রমিকদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করছে, এছাড়াও তৈরী পোশাক কারখানার নারীশ্রমিকদের সন্তানদের জন্য শিশু যত্ন কেন্দ্র প্রতিষ্ঠা ও কার্যকর করার ব্যাপারেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। তিনি মনে করেন, তৈরী পোশাক খাতের টেকসই উন্নয়নের জন্য শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং কার্যকর শিশু যত্ন কেন্দ্র অত্যন্ত জরুরি। সভায় আরও উপস্থিত ছিলেন, ALDI হেড কোয়ার্টার প্রতিনিধি- ক্যাথরিনা রোসো, তেরেসা হোম ও অন্যান্য।

উল্লেখ্য, বাংলাদেশ বিশ্বে তৈরি পোশাক খাতের অন্যতম শীর্ষ উৎপাদনকারী দেশ এবং ALDI’র তৈরি পোশাক পণ্যসমূহের জন্য অন্যতম প্রধান সরবরাহকারী দেশ। তাই বাংলাদেশের তৈরি পোশাক উৎপাদন কারখানাসমূহের কর্মপরিবেশ উন্নতির পাশাপাশি এ খাতকে টেকসই করার লক্ষ্যে ALDI কাজ করে যাচ্ছে।

News Link: tvbd.com | jugantor.com

ইয়াসমিন হত্যা দিবস ও গৃহকর্মীর উপর সকল ধরণের নির্যাতন বন্ধের দাবিতে ২৪ আগস্ট ২০২৩ বিকেল ৪টায় সুনীতি প্রকল্প ও কর্মজীবী নারীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

ইয়াসমিন হত্যা দিবস ও গৃহকর্মীর উপর সকল ধরণের নির্যাতন বন্ধের দাবিতে ২৪ আগস্ট ২০২৩ বিকেল ৪টায় সুনীতি প্রকল্প ও কর্মজীবী নারীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

প্রিয় সুধী,
“ইয়াসমিন হত্যা দিবসর ২৮ বছর”কে কেন্দ্র করে গৃহকর্মীর উপর সকল ধরণের নির্যাতন বন্ধে এবং নির্যাতকের উপযুক্ত শাস্তির দাবিতে আজ ২৪ আগস্ট ২০২৩ কর্মজীবী নারী ও সুনীতি প্রকল্পের উদ্যোগে বিকেল ৪টায় মিরপুর ১, সনি সিনেমা হলের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এই মানববন্ধনের খবরটি আপনার পত্রিকায় প্রকাশ করার অনুরোধ রইলো। আপনার এই উদ্যোগ গৃহকর্মীর উপর নির্যাতন এর বিরুদ্ধে আওয়াজ তুলবে এবং গৃহকর্মীরা যেন সঠিক বিচার পায় তার পক্ষ সমর্থন করবে।
নিম্নে মানববন্ধনের কয়েকটি ছবি এবং প্রেস রিলিজ সংযুক্ত করা হলো।
ধন্যবাদ
ফারহানা আফরিন তিথি
প্রকল্প সমন্বয়ক
ফারহানা আফরিন তিথি
যোগাযোগ: ০১৮১২৮৬৮২৮২
বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুণ PDF
প্রেস বিজ্ঞপ্তি – সামাজিক সুরক্ষা নীতিমালায় অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের অন্তর্ভুক্ত করতে হবে-

প্রেস বিজ্ঞপ্তি – সামাজিক সুরক্ষা নীতিমালায় অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের অন্তর্ভুক্ত করতে হবে-

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৩/০৮/২০২৩
সামাজিক সুরক্ষা নীতিমালায় অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের অন্তর্ভুক্ত করতে হবে-
– শিরীন আখতার এমপি

নারীশ্রমিকদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম ‘নারীশ্রমিক কণ্ঠ’ থেকে কর্মজীবী নারী ও ফ্রিডরিক-এবার্ট-স্টিফটুং (এফইএস) বাংলাদেশ-এর যৌথ আয়োজনে আজ ২৩ আগস্ট, ২০২৩ বুধবার সকাল ১০:৩০-দুপুর ০১ টা পর্যন্ত আজিমুর রহমান কনফারেন্স হল, ডেইলি স্টার ভবন, ফার্মগেট, ঢাকায় আয়োজিত হল “অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত নারীশ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে করণীয়” শীর্ষক সেমিনার ।

সেমিনারে শিরীন আখতার, এমপি, প্রতিষ্ঠাতা সভাপতি, কর্মজীবী নারী এবং সমন্বয়ক, নারীশ্রমিক কন্ঠ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: ফেলিক্স কল্বিট্স, আবাসিক প্রতিনিধি, ফ্রিডরিক-এবার্ট-স্টিফটুং (এফইএস), বাংলাদেশ এবং ড. মোহাম্মদ আব্দুল কাদের, উপসচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন: আয়শা সিদ্দিকী, উপপরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন), মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং রোখসানা চৌধুরী, উপপরিচালক (মেডিকেল ও শ্রম কল্যাণ শাখা), শ্রম অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ, রাজেকুজ্জামান রতন, সভাপতি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, ড. এম. আবু ইউসুফ, অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং পরিচালক, সেন্টার অন বাজেট এন্ড পলিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়; নির্বাহী পরিচালক, রিসার্চ এন্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (আরএপিআইডি), জাকিয়া হক, ব্যবস্থাপনা পরিচালক, ক্রিয়েটিভ পাথওয়েজ বাংলাদেশ।

এছাড়াও উক্ত সেমিনারে নারীশ্রমিকবৃন্দসহ উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ, বিভিন্ন উন্নয়ন প্রতিষ্ঠান, এবং সংবাদিকবৃন্দ। সেমিনারটি সঞ্চলনা করেন উম্মে হাসান ঝলমল, সহ-সভাপতি, কর্মজীবী নারী এবং সদস্য, নারীশ্রমিক কন্ঠ।

শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন শারমিন কবীর, সাধারণ সম্পাদক, কর্মজীবী নারী। সেমিনারে অপ্রাতিষ্ঠানিক “খাতে নিয়োজিত নারীশ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে করণীয়” বিষয়ের উপর ধারণাপত্র উপস্থাপন করেন আসাদ উদ্দিন, সমন্বয়ক, বাংলাদেশ সোশ্যাল প্রটেকশন এডভোকেসি নেটওয়ার্ক (বিএসপিএএন)।

সেমনিারে পার্লার কর্মী ও গৃহশ্রমিক বক্তব্য রাখেন। তারা বলেন, আমাদের কোন চাকরির নিশ্চয়তা, মাতৃত্বকালীন ছুটি বা নির্দিষ্ট কর্মঘন্টা নেই। তারা চাকরির নিশ্চয়তা, মাতৃত্বকালীন ছুটি বা নির্দিষ্ট কর্মঘন্টা দাবি করেন।

বিশেষ অতিথি ফেলিক্স কল্বিট্স, বলেন, সকল ক্ষেত্রের শ্রমিকদের জন্য একটি সর্বজনীন শ্রমআইন প্রণয়ন করা প্রয়োজন। আরেকজন বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুল কাদের বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিল থেকে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের সেবা পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া এই মন্ত্রণালয়ের অধীনে এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম (EIS) নামে একটি পাইলট প্রকল্প চলছে যা সফল হলে বিভিন্ন খাতে সম্প্রসারণ করবে।

এছাড়া সেমিনারে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, শ্রমিকদের একটি তথ্যসংবলিত ডাটাবেজ তৈরি করা প্রয়োজন যা সঠিক ব্যক্তির কাছে যেন সঠিক সেবা পৌঁছানোর ক্ষেত্রে সহায়ক হবে। তারা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের সুবিধা প্রচারে মিডিয়াকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়া জীবন-মান উপযোগী মজুরি, নারীশ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা, নির্দিষ্ট কর্মঘন্টা, সাপ্তাহিক ছুটি, শোভন কাজের পরিবেশ, শ্রমিকদের মর্যাদা ও শ্রমের স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানান।

সভাপতির বক্তব্যে শিরীন আখতার এমপি বলেন, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের শ্রম আইনের আওতাভূক্ত করা কিংবা তাদের জন্য আলাদা কোন আইন প্রণয়ন করা যায় কিনা এ বিষয়ে আমাদের ভাবতে হবে। তিনি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের সুযোগ যেন শ্রমিকেরা সঠিকভাবে পায় এ বিষয়ে মনিটরিং বৃদ্ধির পরামর্শ দেন।

সুপারিশসমূহ:
• অপ্রাতিষ্ঠানিক খাতকে সবার কাছে গ্রহণযোগ্য ও স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা;
• শ্রম আইনে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়া। জাতীয় বাজেটে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দ প্রদান;
• বিদ্যমান আইনী কাঠামোর সংস্কার সাধন;
• সরকারি নীতি-নির্ধারণ ও কার্যক্রমসমূহের মাধ্যমে নারীশ্রমিকদের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মূলধারায় এনে তাদের দুরবস্থা ও অসহায়ত্ব দূর করার উদ্যোগ গ্রহণ করতে হবে;
• অপ্রাতিষ্ঠানিক খাতের নারীশ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা ;
• অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা:
• সর্বজনীন পেনশন ব্যবস্থাপনায় অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের বিশেষ ব্যবস্থা রাখা;
• সামাজিক সংলাপ ;
• নারীশ্রমিকের জীবনযাত্রার মান উন্নয়নে সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম হাতে নেয়া;
• বিভিন্ন ধরনের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ
• অপ্রাতিষ্ঠানিক শ্রমিক বিশেষ করে নারীশ্রমিকদের অধিকার রক্ষায় বিভিন্ন নীতিমালা প্রণয়ন
• আইএলও কনভেনশন ১৯০, ১৭৭, ১৮৭ সহ অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের অধিকার সংক্রান্ত কনভেনশন অনুসমর্থন
• আইএলও কনভেনশন ১০২ অনুসমর্থন
• সংগঠন ও ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার নিশ্চিত করা।

ধন্যবাদ

হাছিনা আক্তার
সমন্বয়ক
কর্মজীবী নারী

যোগাযোগ: হাছিনা আক্তার ০১৭১২৪৭৯৫০১

ইয়াসমিন হত্যা দিবস পালন

ইয়াসমিন হত্যা দিবস পালন ও গৃহকর্মীর উপর সকল ধরণের নির্যাতন বন্ধের দাবিতে ২৪ আগস্ট ২০২৩ বিকেল ৪টায় সুনীতি প্রকল্পের সহযোগীতায ও কর্মজীবী নারীর আয়োজনে মানববন্ধন

প্রিয় সুধী,
কর্মজীবী নারী’র পক্ষ থেকে শুভেচ্ছা!

১৯৯৫ সালে ইয়াসমিন আক্তার (১৪) নামের একজন গৃহকর্মীকে ঢাকা থেকে দিনাজপুরের দলমাইল এলাকায় নিজ বাড়িতে ফেরার সময় বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা পুলিশ ভ্যানে তাকে বাড়িতে পৌছে দেয়ার প্রতিশ্রুতির নাম করে তাকে ধর্ষণর পর হত্যা করে। এই ঘটনার প্রতিক্রিয়ায় ২৬ আগস্ট ১৯৯৫ সালে বিক্ষুব্ধ জনতা স্থানীয় পুলিশ ফাঁড়ি আক্রমন করলে অঞ্চলটিতে কারফিউ জারি করে পুলিশ। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলিবর্ষণ করলে ১৭ জন নিহত হয় এবং প্রায় ১০০ জন আহত হয়। পরবর্তীতে ২০০৪ সালে অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে মৃত্যুদন্ডে দন্ডিত করা হয়। এই ঘটনার পর থেকে প্রতি বছর বাংলাদেশে গৃহশ্রমিকের উপর সকল ধরণের নির্যাতন বন্ধে ২৪ আগস্ট “ইয়াসমিন হত্যা” দিবস পালন করা হয়।

এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ভাবে গৃহকর্মীর নির্যাতনের খবর আমরা পত্রিকা মারফত জানতে পারছি। সম্প্রতি, ঢাকার কেরানীগঞ্জে কিশোরী গৃহকর্মীকে বেঁধে নির্যাতন, রূপনগরে তামান্নাকে ভবনের ৯তলা থেকে ফেলে হত্যা ইত্যাদি ঘটনা ঘটেই চলেছে।

ইয়াসমিন হত্যা দিবসকে কেন্দ্র করে গৃহকর্মীর উপর সকল ধরণের নির্যাতন বন্ধে এবং নির্যাতকের উপযুক্ত শাস্তির দাবিতে আগামীকাল ২৪ আগস্ট ২০২৩ সুনীতি প্রকল্পের সহযোগীতায় এবং কর্মজীবী নারীর আয়োজনে বিকেল ৪টায় মিরপুর ১, সনি সিনেমা হলের সামনে মানববন্ধন এর আয়োজন করতে যাচ্ছে।

এই মানববন্ধনে আপনার অংশগ্রহণ কামনা করছি এবং পত্রিকায় মানববন্ধনের খবর প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আপনার এ ‍উদ্যোগ  গৃহকর্মীর উপর নির্যাতন এর বিরুদ্ধে আওয়াজ তুলবে এবং গৃহকর্মীরা যেন সঠিক বিচার পায় তার পক্ষ সমর্থন করবে।
মানববন্ধ
সময়: বিকেল ৪টা
তারিখ: ২৪ আগস্ট ২০২৩
স্থান: মিরপুর ১, সনি সিনেমা হলের সামনে
ধন্যবাদ
ফারহানা আফরিন তিথি
প্রকল্প সমন্বয়ক
সুনীতি প্রকল্প
কর্মজীবী নারী

Pin It on Pinterest