প্রেস বিজ্ঞপ্তি: মুজিব জন্ম শত বর্ষেই যৌন নিপিড়ন নিরোধ পূর্ণাঙ্গ আইন পাশ করা হোক

প্রেস বিজ্ঞপ্তি: মুজিব জন্ম শত বর্ষেই যৌন নিপিড়ন নিরোধ পূর্ণাঙ্গ আইন পাশ করা হোক

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১৮/০২/২০২০
মুজিব জন্ম শত বর্ষেই যৌন নিপিড়ন নিরোধ পূর্ণাঙ্গ আইন পাশ করা হোক

                                                                           -শিরীন আখতার এমপি

‘কর্মক্ষেত্রে সকল প্রকার সহিংসতা ও যৌন হয়রানী বন্ধে ২০০৯ সালের হাইকোর্টের আদেশ বাস্তবায়ন এবং আইএলও কনভেনশন ১৯০ এর ভূমিকা’ শীর্ষক সেমিনার ১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার; সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাব (তোফাজ্জল হোসেন মানিক মিয়া হল) রুমে অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন কর্মজীবী নারী’র সভাপতি ড. প্রতিমা পাল মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরীন আখতার এমপি, সদস্য, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং প্রতিষ্ঠাতা সভাপতি, কর্মজীবী নারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিল আফরোজা বেগম, উপ-সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বনশ্রী মিত্র নিয়োগী, জেন্ডার এ্যাডভাইজার, মানুষের জন্য ফাউন্ডেশন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কর্মজীবী নারী’র নির্বাহী পরিচালক রোকেয়া রফিক।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে সরকারি ও বেসরকারির বিভিন্ন প্রতিষ্ঠানসহ, মানবাধিকার, ট্রেড ইউনিয়ন ও নারী শ্রমিক অধিকার বিষয়ে কর্মরত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

সেমিনারের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার আইএলও- ১৯ অনুসমর্থন এখনো করেনি বটে, তবে কর্মক্ষেত্রে যৌন সহিংসতা নিরোধে হাইকোর্ট নির্দেশনা ২০০৯ পূর্ণাঙ্গ আইন প্রনয়নে সরকার কাজ করে যাচ্ছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, এই মুজিব জন্ম শত বর্ষেই যৌন নিপিড়ন নিরোধ পূর্ণাঙ্গ আইন পাশ করা হোক।

বার্তা প্রেরক-
আল- জাহিদ, 
প্রজেক্ট অফিসার
কর্মজীবী নারী
০১৬৮৬১৬০৬২৯

PDF Link: প্রেস বিজ্ঞপ্তি

KarmojibiNari: Green Avenue Park, House-01, Apartment B8, Road-03, Block-A, Section-06, Mirpur, Dhaka-1216

 

 

 

 

প্রেস বিজ্ঞপ্তি: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মজীবী নারী’র আয়োজিত পুরুষ সমাবেশ নারীর প্রতি সহিংসতা কেবল নারীর বিষয় নয়, এটা সকলের বিষয়

প্রেস বিজ্ঞপ্তি: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মজীবী নারী’র আয়োজিত পুরুষ সমাবেশ নারীর প্রতি সহিংসতা কেবল নারীর বিষয় নয়, এটা সকলের বিষয়

তারিখ: ৭/০২/২০২০
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মজীবী নারী’র আয়োজিত পুরুষ সমাবেশ
নারীর প্রতি সহিংসতা কেবল নারীর বিষয় নয়, এটা সকলের বিষয়
                                                                – হাসানুল হক ইনু, এমপি

নারী-পুরুষ বাঁধো জোট, নারী সহিংসতা হোক প্রতিরোধ; ঘরে-বাইরে-কর্মস্থলে আমরাই পারি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে শ্লোগানে শ্লোগানে দাবি তুলেছে এবং শপথ বাক্য ও নারীর প্রতি সহিংসতাকে ‘না’ বলেছে আজ ০৭ ফেব্রুয়ারি ২০২০ কর্মজীবী নারী ও মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘নারী-পুরুষ বাঁধো জোট নারী সহিংসতা হোক প্রতিরোধ’ শীর্ষক পুরুষ সমাবেশে। মিরপুর-১ এর উপ-শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই পুরুষ সমাবেশে কর্মজীবী নারীর সহ-সভাপতি উম্মে হাসান ঝলমল এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: মানুষের জন্য ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শাহিন আনাম, নাট্য ব্যক্তিত্ব ও ”লচ্চিত্র নির্দেশক নাদের চৌধুরী এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য্য রাখেন: কবি ও কথা সাহিত্যিক রোকেয়া ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কর্মজীবী নারী’র নির্বাহী পরিচালক রোকেয়া রফিক ও সঞ্চালনা করেন কর্মজীবী নারী’র সমন্বয়ক রাজীব আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু এমপি বলেন, নারীর প্রতি খারাপ আচরণ, উত্যক্ত, হয়রানির ঘটনা ঘটেই চলছে। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতার সবচেয়ে খারাপ স্তর হলো নারীর প্রতি ধর্ষণের ঘটনা। নারীর প্রতি সহিংসতা কেবল নারীর বিষয় নয়, এটা সকলের বিষয়। নারীর প্রতি নির্যাতন ও সহিংসতার ঘটনায় শুধু নির্দিষ্ট একটা পরিবার নয় আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। বালিকা বিদ্যালয়, মহিলা কলেজে নারীদের নারী নির্যাতন নিয়ে সচেতন করা হয়। তিনি বলেন, এখন সময় হয়েছে আমাদের পাড়া-মহল্ল্ায় পুরুষ সমাবেশ করে পুরুষদের সচেতন করা। তিনি আরও বলেন, নারী নির্যাতন বিষয়ে গ্রাম্য শালিসে কোন ব্যবস্থা না নিয়ে আদালতের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে, নারী ধর্ষণ মামলার সাক্ষ্য আইন এবং দুই আঙ্গুলে পরীক্ষা আইন বাতিল করতে হবে। যৌন হয়রানি প্রতিরোধে একটা পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করতে হবে। কর্মক্ষেত্রে যেখানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি থাকবে না সেখানেই জরিমানা করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে শাহীন আনাম বলেন, আসুন সবাই মিলে শপথ করি সমাজ থেকে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করি এবং নারী ও পরুষ উভয় উভয়কে সম্মান করি।

কর্মজীবী নারী নিম্নোক্ত দাবির বাস্তবায়নে আহ্বায়ন করছে:

* মহামান্য হাইকোর্টের নির্দেশনা ২০০৯ – পূর্ণাঙ্গ আইনে পরিণত কর।
* নারীর জন্য উপযুক্ত ও নিরাপদ কর্মপরিবেশ এবং নারীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌন হয়রানী প্রতিরোধ কমিটি গঠনে উদ্যোগী হও।
* নারী নির্যাতন প্রতিরোধ সম্পর্কিত প্রচলিত আইন যুগোপযুগী করার লক্ষ্যে সংশোধন এবং নতুন আইন প্রণয়ন কর।
* নারী নির্যাতন প্রতিরোধ সম্পর্কিত আইনের সুষ্ঠু এবং কঠোর প্রয়োগ নিশ্চিত কর।

হোসনে আরা নকীব
সমন্বয়ক, কর্মজীবী নারী
যোগাযোগ: আল জাহিদ (০১৬৮৬১৬০৬২৯)

 

PDF LINK: Post-press release
KarmojibiNari: Green Avenue Park, House-01, Apartment B8, Road-03, Block-A, Section-06, Mirpur, Dhaka-1216

 

প্রেস বিজ্ঞপ্তি: “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষ সমাবেশ”

প্রেস বিজ্ঞপ্তি: “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষ সমাবেশ”

তারিখ: ০৬/০২/২০২০
বরাবর
বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/এসাইনমেন্ট অফিসার

জনাব
শুভেচ্ছা জানবেন!
সকল শ্রেণি-পেশা নির্বিশেষে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ‘কর্মজীবী নারী’ ১৯৯১ সাল থেকে নারী ও নারীশ্রমিকের ক্ষমতায়নের প্রচেষ্টার মধ্য দিয়ে নারীর মর্যাদা বৃদ্ধি এবং জাতীয় অগ্রগতিতে নারীর অবদান রাখার বিষয়ে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে।

‘কর্মজীবী নারী’ ‘নারী-পুরুষ বাঁধো জোট, নারী সহিংসতা হোক প্রতিরোধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার, বিকাল ৩ টায় মিরপুর-১ এর উপ-শহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষ সমাবেশ” আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কর্মজীবী নারী’র সহ-সভাপতি উম্মে হাসান ঝলমল এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাসানুল হক ইনু ,সভাপতি-তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহীন অনাম, নির্বাহী পরিচালক, মানুষের জন্য ফাউন্ডেশন ও নাদের চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্দেশক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মো: কাজী টিপু সুলতান, কাউন্সিলার, ৮ নং ওয়ার্ড ,ঢাকা উত্তর সিটি কর্পেরেশন,মো: আব্বাস আরী আকন্দ, প্রধান শিক্ষক , উপশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শেখ জিল্লুর রহমান, সভাপতি ,পরিচালনা কমিটি-উপশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রোকেয়া ইসলাম, কবি ও কথা সাহিত্যিক এছাড়াও উক্ত অনুষ্ঠানে, উন্নয়ন সংগঠন, নারী সংগঠন ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

অনুষ্ঠান : “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষ সমাবেশ”
বিষয় : ‘নারী-পুরুষ বাঁধো জোট, নারী সহিংসতা হোক প্রতিরোধ’
তারিখ, সময় ও স্থান: ০৭ ফেব্রুযারী ২০২০, শুক্রবার; বিকাল ৩ টায়
উপ-শহর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন, মিরপুর-০১ ।

অনুগ্রহপূর্বক উক্ত আয়োজনে আপনার বহুল প্রচারিত জাতীয় দৈনিক / দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল / বার্তা সংস্থার পক্ষ থেকে একজন প্রতিবেদক ও একজন চিত্র সাংবাদিক / ক্যামেরা ক্রু পাঠানোর অনুরোধ করছি।

বার্তা প্রেরক

সানজিদা সুলতানা
পরিচালক, কর্মজীবী নারী
যোগাযোগ: আল-জাহিদ; মোবাইল: ০১৬৮৬১৬০৬২৯

PDF File: প্রেস বিজ্ঞপ্তি

KarmojibiNari: Green Avenue Park, House-01, Apartment B8, Road-03, Block-A, Section-06, Mirpur, Dhaka-1216

প্রেস বিজ্ঞপ্তি: মহান মে দিবস-২০২০ ও কর্মজীবী নারী’র ২৯তম প্রতিষ্ঠবার্ষিকীর ডাক

প্রেস বিজ্ঞপ্তি: মহান মে দিবস-২০২০ ও কর্মজীবী নারী’র ২৯তম প্রতিষ্ঠবার্ষিকীর ডাক

করোনাকালীন সময়ে শ্রমিক ছাঁটাই ও লে-অফ বন্ধসহ সকল ক্ষেত্রের শ্রমিকের জন্য কাজ, ন্যায্যমজুরি, ক্ষতিপূরণ, স্বাস্থ্য সুরক্ষা এবং রেশনিং ব্যবস্থা নিশ্চিত কর

২০২০ সাল, সারা পৃথিবীর মানুষ করোনা যুদ্ধে রয়েছে। সমস্ত দেশে দেশে মৃত্যু আর মৃত্যু। স্তব্ধ হয়ে আছে গোটা পৃথিবী। এই পরিস্থিতি নিয়ে ‘কর্মজীবী নারী’ সংগঠন মহান মে দিবস ও তাঁর গৌরবোজ্জ্বল ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। কর্মজীবী নারী’র জন্ম হয়েছে অর্থনীতির বুনিয়াদ নারীশ্রমিকদের অধিকার রক্ষার সংকল্প নিয়ে। মহান মে দিবস ও সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মজীবী নারী’র প্রতিষ্ঠাতা-সভাপতি শিরীন আখতার এমপি, সভাপতি ড. প্রতিমা পাল মজুমদার ও সাধারণ সম্পাদিকা শারমিন কবীর তাদের বিবৃতি দিয়েছেন।

প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার, এমপি তাঁর বিবৃতিতে বলেন, আমরা একটা সংকটের মধ্য দিযে চলছি। করোনার মহামারী আমাদের জীবনযাত্রাকে স্তব্দ করে দিয়েছে। তাই এই মূহূর্তে মহান মে দিবসের অভিনন্দন জানানোর চাইতে সবচেয়ে বেমি প্রয়োজন সবার একাত্মতা। সেই একাত্মতার জন্য আজকের এই শুভেচ্ছা গ্রহণ করুন। পৃথিবী যখন এগিয়ে চলছে তখন করোনার থাবা আমাদের কার্যক্রম স্তব্দ করে দিয়েছে। কলকারখানা ছুটি, খেটে খাওয়া শ্রমজীবীরা কর্মহীন, কৃষক মাঠে অসহায় হয়ে আছে। শ্রমজীবী মানুষ যখন গুটিয়ে গেছে তখন পৃথিবীর সমস্ত উৎপাদন, এগিয়ে যাওয়ার প্রয়াস ও সমস্ত ধরণের উন্নয়নও বন্ধ হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতির মূল্য দিতে হচ্ছে শ্রমজীবী-কর্মজীবী মানুষদের। বিশেষ করে এই পরিস্থিতিতে নারীশ্রমিকেরা এবং নারীরা সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে। তাই রাষ্ট্র থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলকে তাদের পাশে দাঁড়ানো অপরিহার্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। শ্রমজীবী-কর্মজীবীদের জীবন-জীবিকা রক্ষার্থে তাদের তালিকা করা সহ খাবার সংস্থান, কর্মের ও মজুরির নিশ্চয়তা দিতে হবে। শ্রমজীবী-কর্মজীবী মানুষ যেন অসহায় ও বিপন্ন বোধ না করে তার জন্য কর্মপরিবল্পনা গ্রহণ করতে হবে। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে মহান মে দিবসের প্রত্যয় নিয়ে শ্রমজীবীদের পাশে দাঁড়াই।

সভাপতি ড. প্রতিমা পাল মজুমদার বলেন, আজ কর্মজীবী নারী’র প্রতিষ্ঠাবার্ষিকী একই সাথে মহান মে দিবসও। দিনটি শ্রমজীবী মানুষদের জন্য এক ঐতিহাসিক দিন। করোনার মহামারী আমাদের সবাইকে গৃহবন্দী করেছে। এর ভয়াবহতার প্রভাব অর্থনীতির উপর পড়েছে যার চরম মূল্য দিতে হচ্ছে শ্রমজীবীদের। অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত ৯০ শতাংশ শ্রমিক, তারা কর্মহীন হয়ে পড়েছে। করোনা আমাদের মানবতা শিখিয়েছে। আর সেই মানবতা দিয়ে শ্রমিক-মালিক তাদের কল্যাণে একে অপরের পাশে থাকবে এমনটাই আমাদের প্রত্যাশা।

শারীরিক দূরত্ব আমাদের মধ্যে দুরত্ব তৈরি করলেও মানসিকভাবে আমরা একে অপরের কাছাকাছি বলে মনে করেন সাধারণ সম্পাদিকা শারমিন কবীর। তিনি বলেন,করোনার এই ভয়াবহতা আমাদের শিখিয়েছে আমরা সবাই সমান। আমাদেরকে ধৈর্য্য ও ভালবাসা দিয়ে সবার পাশে থাকতে হবে।
মহান মে দিবস ২০২০ এবং কর্মজীবী নারী’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করোনাকালীন শ্রমজীবী-খেটে খাওয়া মেহনতি মানুষদের জন্য কর্মজীবী নারী’র দাবি:
১. করোনাকালীন সময়ে সকল শ্রমিকের কাজ, মজুরি, ক্ষতিপূরণসহ ঘরে থাকার অধিকার নিশ্চিত করতে হবে।
২. সাধারণ ছুটির সময়ে শ্রমিক ছাঁটাই, কল-কারখানা বন্ধ করা চলবে না।
৩. করোনাকালীন সময়ে সকল শ্রমিকের জন্য পর্যাপ্ত রেশনের ব্যবস্থা করতে হবে।
৪. অতি জরুরি কাজে নিয়োজিত সকল শ্রমিকের জন্য কার্যকর পিপিই এর ব্যবস্থা করতে হবে।
৫. করোনাকালীন সকল শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে।
৬. করোনা আক্রান্ত শ্রমিকদের মৃত্যুতে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে।
৭. ফিরে আসা প্রবাসী শ্রমিক এবং বিদেশ গমন প্রত্যাশীদের সমস্যা সমাধানে উদ্যোগ নিতে হবে।
৮. শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে।

বার্তা প্রেরক
হাছিনা আক্তার, সমন্বয়ক (এইচ আর এন্ড এডমিন), কর্মজীবী নারী
যোগাযোগ: ০১৭২৬২৯১৬৬৪; রাজীব আহমেদ, সমন্বয়ক, কর্মজীবী নারী

Press Release on May Day-2020 &  Karmojbi Nari’s 29th Anniversary | PDF FILE