May 17, 2024 | News and Events
সুস্থ শ্রমিক শোভন কর্মপরিবেশ
উৎপাদনে সমৃদ্ধ বাংলাদেশ
’কর্মজীবী নারী (কেএন)’ এবং ’সেইফটি এন্ড রাইটস সোসাইটি (এসআরএস)’ দুইটি বেসরকারি উন্নয়ন সংগঠন GIZ-এর সহযোগিতায় “Sustainability in the textile and leather sector in Bangladesh (STILE)” প্রকল্পের আওতায় ১৭ মে ২০২৪, শুক্রবার ঢাকার আগারগাঁও-এর মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান মিলনায়তনে সকাল ১০ টা থেকে “গার্মেন্ট শ্রমিক তারকামেলা” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসবের আয়োজন করেছে। এই আয়োজনে ”সুস্থ শ্রমিক শোভন কর্মপরিবেশ- উৎপাদনে সমৃদ্ধ বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ৫০০ নারী ও পুরুষ গার্মেন্ট ও ট্যানারি শিল্পের শ্রমিকরা অংশগ্রহণ করেন। সারাদিনের এই অনুষ্ঠানে শ্রমিক ও শ্রমিকদের সন্তানেরা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, বাউল গান পরিবশেন করেন। অনুষ্ঠানে স্বাধীন শাহ্-এর রচনা ও নির্দেশনায় থিয়েটার আর্ট এর পরিবেশনায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম বিষয়ে সচেতনতামূলক নাটক “স্বপ্ন হলেও সত্যি” পরিবেশিত হয়। এছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘর চত্ত্বরে উইমেন ক্যাফেকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমের সমন্বয়ে স্টল স্থাপন এবং উপস্থিত বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিনিধিদের বক্তব্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কর্মজীবী নারী’র সাধারণ সম্পাদক শারমিন কবীর, সহ-সভাপতি উম্মে হাসান ঝলমল, শ্রম অধিদপ্তর-এর মহাপরিচালক জনাব মোঃ তরিকুল আলম , কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে যুগ্ম মহাপরিচালক মাহফুজুর রহমান ভূঁইয়া, শ্রম অধিদপ্তর এর উপপরিচালক রোখসানা চৌধুরী, সাবেক এমপি আফরোজা হক রীনা, বিলস্ এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতানউদ্দীন আহমেদ, জিআইজেড এর এ্যাডভাইজার স্যাম হুসেইন, একশন এইড-এর প্রতিনিধি মরিয়মনেসা, নাগরিক উদ্যোগ এর নির্বাহী পরিচালক জাকির হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং গবেষক মোস্তাফিজুর রহমান, তৈরি পোশাক কারখানার ব্যবস্থাপক সাহেব আলী, জাতীয় শ্রামক জোট বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, স্কপ এর সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি সংস্থার প্রতিনিধি, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং সাংবাদিক।
কর্মজীবী নারী’র অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা, এসআরএস-এর নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মীনা ও জিআই জেড এর এ্যাডভাইজার স্যাম হুসেইন-এর শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্মজীবী নারী’র প্রকল্প সমন্বয়ক রাজিব আহমেদ এবং সেফটি এন্ড রাইটস সোসাইটি-এর প্রোগ্রাম সহকারী মোহাম্মদ মাজেদুর রহমান।
May 16, 2024 | News and Events
Along with
News Editor/Chief Correspondent/Assignment Officer
Sir,
Greetings from the Karmojibi Nari and Safety and Rights Society (SRS)!
‘Karmojibi Nari’ and ‘Safety and Rights Society (SRS)’ are two non-governmental development organizations. Since 2022, in collaboration with GIZ, we have been conducting various awareness programs on women’s cafes in different areas of Dhaka and Gazipur for the workers of the garment, leather, and tannery industries to create a healthy working environment, labor laws, gender, and health. In continuation of this work, we are going to organize a cultural program and festival titled “GARMENT SHRAMIK TAROKA MELA” on 17th May 2024 (Friday) at Liberation War Museum (Main Auditorium), F11/A & F11/B, Sher-e Bangla Nagar Civic Centre, Agargaon, Dhaka from 10 am to 5 pm.
Honorable Member of Parliament Md. Mujibul Haque MP, Kishoreganj-3 (Former State Minister, Ministry of Labor and Employment) will be present as the Chief Guest at the event. Honorable Member of Parliament Anima Mukti Gomez MP, Constituency: 329, Women’s Seat-29, Bangladesh Awami League will be present as the Honorable Guest.
Thus, the national leaders, representatives from various government and private development organizations, employers, factory management, international donor organizations, national development organizations, leaders of national labor organizations, representatives of civil society, journalists, and 500 workers from the garment and tannery industries will participate in this event.
Kindly request to send one reporter and one photojournalist/one camera crew from your popular national daily/ television channel/ news agency to the said event.
Thank you
Rajib Ahmed
Project Coordinator
01726291664
Karmojibi Nari (KN) | PDF
May 16, 2024 | News and Events
বরাবর
বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/এসাইনমেন্ট অফিসার
মহোদয়,
কমজীবী নারী ও সেইফটি এন্ড রাইটস সোসাইটি (এসআরএস) এর পক্ষ থেকে শুভেচ্ছা নিবেন!
’কর্মজীবী নারী’ এবং ’সেইফটি এন্ড রাইটস সোসাইটি (এসআরএস)’ দুইটি বেসরকারি উন্নয়ন সংগঠন। আমরা ২০২২ সাল থেকে GIZ এর সহযোগিতায় ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় উইমেন্স ক্যাফেতে গার্মেন্টস, লেদার ও ট্যানারি শিল্পের শ্রমিকদের শোভন কর্মপরিবেশ, শ্রম আইন, জেন্ডার ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছি। এই কাজের ধারাবাহিকতায় আগামী ১৭ মে ২০২৪ (শুক্রবার) প্রধান মিলনায়তন, মুক্তিযুদ্ধ জাদুঘর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত “গার্মেন্ট শ্রমিক তারকামেলা” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসবের আয়োজন করতে যাচ্ছি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য জনাব মো: মুজিবুল হক চুন্নু এমপি, কিশোরগঞ্জ-৩ (সাবেক প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়)। সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য অনিমা মুক্তি গোমেজ এমপি, নির্বাচনী এলাকা: ৩২৯, মহিলা আসন-২৯, বাংলাদেশ আওয়ামী লীগ। আরো উপস্থিত থাকবেন জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, নিয়োগদাতা, কারখানা ব্যাবস্থাপক, আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি, জাতীয় উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, জাতীয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ তৈরি পোশাক শিল্প ও ট্যানারি শিল্প খাতে নিয়োজিত ৫০০ শ্রমিক।
অনুগ্রহপূর্বক উক্ত আয়োজনে আপনার বহুল প্রচারিত জাতীয় দৈনিক/দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল/বার্তা সংস্থার পক্ষ থেকে একজন প্রতিবেদক ও একজন চিত্র সাংবাদিক/একজন ক্যামেরা ক্র্রু পাঠানোর অনুরোধ করছি।
ধন্যবাদ
রাজীব আহমেদ
সমন্বয়ক (প্রোগ্রাম) কর্মজীবী নারী
০১৭২৬২৯১৬৬৪ | PDF
May 2, 2024 | News and Events
০১/০৫/২০২৪ | PDF
মহান মে দিবস-২০২৪ এবং কর্মজীবী নারী’র ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
নারী ও পুরুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে শামিল হোন
– শিরীন আখতার
কর্মজীবী নারী আজ ১ মে, ২০২৪ সকাল ৮.৩০ মিনিটে মহান মে দিবস-২০২৪ ও ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ‘সকল ক্ষেত্রে অধিকার মর্যাদায়, নারী থাকবে পৃথিবীর বৃহৎ আঙ্গিন ’এই শ্লোগানকে সামনে রেখে এবং “সকল শ্রমিকের জন্য সামাজিক ন্যায়বিচার ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত কর” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিলের আয়োজন করে।
উক্ত সমাবেশে কর্মজীবী নারীর সহ-সভাপতি উম্মে হাসান ঝলমল এর সভাপতিত্বে এবং অতিরিক্ত নির্বাহী পরিচালন সানজিদা সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্মজীবী নারী’র প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার। আরও বক্তব্য রাখেন দক্ষিণ এশিয়া ভিত্তিক নারীবাদী সংগঠন এশিয়া প্যাসিফিক ফোরাম অন উইমেন, ল এন্ড ডেভেলপমেন্ট (এপিডব্লিউএলডি) এর আটটি দেশ (ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়শিয়া, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন এবং সিঙ্গাপুর) এর প্রতিনিধিবৃন্দ, কর্মজীবী নারী’র সহ-সভাপতি ও ট্রেড ইউনিয়ন নেত্রী শাহীন আক্তার পারভীন, শ্রমিক নেত্রী রাবেয়া আক্তার, শেখ শাহনাজ, নার্গিস আক্তার এবং জাকিয়া সুলতানা প্রমুখ।
সমাবেশের প্রধান অতিথি শিরীন আখতার উপস্থিত সকল শ্রমিককে মহান মে দিবস এবং কর্মজীবী নারী’র ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমাদের সবাইকে মনে-প্রাণে বিশ্বাস করতে হবে, “শ্রম কখনো সস্তা নয়, শ্রমিক দয়ার পাত্র নয়।” আমরা নারীরা এখনো কর্মক্ষেত্রে সমমজুরি, সমমর্যাদা এবং কর্তৃত্ব তৈরি করতে পারিনি। এজন্য আমাদেরকে এখনো বহুদূর যেতে হবে। নারীশ্রমিকদের অর্থনৈতিক ক্ষমতায়নে তাদের কর্মের ধারাবাহিকতা রক্ষায় কর্মক্ষেত্রে মানসম্মত এবং কার্যকর শিশু দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে।
দক্ষিণ এশিয়াভিত্তিক নারীবাদী সংগঠন এশিয়া প্যাসিফিক ফোরাম অন উইমেন, ল এন্ড ডেভেলপমেন্ট (এপিডব্লিউএলডি) এর প্রোগ্রাম অফিসার অ্যান্ডি কিপ্টা, ইন্দোনেশিয়ান ট্রেড ইউনিয়ন নেতা এ্মিলিয়া ইয়ান্তি, কর্মজীবী নারীর শ্রমিক সমাবেশের উত্থাপিত দাবিসমূহের সাথে সংহতি প্রকাশ করেন এবং বলেন, সকল বৈষম্য দূর করে নারী শ্রমিকের জন্য সামাজিক ন্যয়বিচার ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
মিরপুর অঞ্চলের গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা আঞ্চলিক ফোরাম এর নেত্রী জাকিয়া সুলতানা, গৃহশ্রমিকদের কাজের কোন নির্দিষ্ট কর্মঘন্টা এবং মাতৃত্বকালীন ছুটি শ্রম আইনে অর্ন্তভুক্ত করার দাবি জানান।
সভাপতিরর বক্তব্যে উম্মে হাসান ঝলমল বলেন, কর্মক্ষেত্রে নারী শ্রমিকেরা প্রতিনিয়ত বৈষম্যের শিকার হয়ে থাকে। এসকল বৈষম্য দূরীকরণে আইনের সঠিক প্রয়োগ করতে হবে। যেখানে শ্রমিকের ন্যায্য অধিকার নিয়ে কার্পণ্য করা হবে, সেখানেই সংগঠিত হয়ে অধিকার আদায় করতে হবে।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য লাল পতাকা মিছিল প্রেসক্লাব থেকে পল্টটন মোড় প্রদক্ষিণ করেন।
May 1, 2024 | Press Release
মহান মে দবিস-২০২৪ এবং র্কমজীবী নারী’র ৩৩তম প্রতষ্ঠিা র্বাষকিী উদযাপন নারী ও পুরুষরে অধকিার প্রতষ্ঠিার লড়াইয়ে শামলি হোন – শরিীন আখতার
র্কমজীবী নারী আজ ১ ম,ে ২০২৪ সকাল ৮.৩০ মনিটিে মহান মে দবিস-২০২৪ ও ৩৩ তম প্রতষ্ঠিা র্বাষকিী উদযাপন উপলক্ষে ‘সকল ক্ষত্রেে অধকিার র্মযাদায়, নারী থাকবে পৃথবিীর বৃহৎ আঙ্গনি ’এই শ্লোগানকে সামনে রখেে এবং “সকল শ্রমকিরে জন্য সামাজকি ন্যায়বচিার ও শোভন র্কমপরবিশে নশ্চিতি কর” এই প্রতপিাদ্য নয়িে জাতীয় প্রসেক্লাব চত্ত্বরে শ্রমকি সমাবশে ও লাল পতাকা মছিলিরে আয়োজন কর।ে
উক্ত সমাবশেে র্কমজীবী নারীর সহ-সভাপতি উম্মে হাসান ঝলমল এর সভাপতত্বিে এবং অতরিক্তি নর্বিাহী পরচিালন সানজদিা সুলতানার সঞ্চালনায় প্রধান অতথিি হসিবেে বক্তব্য রাখনে র্কমজীবী নারী’র প্রতষ্ঠিাতা সভাপতি শরিীন আখতার। আরও বক্তব্য রাখনে দক্ষণি এশয়িা ভত্তিকি নারীবাদী সংগঠন এশয়িা প্যাসফিকি ফোরাম অন উইমনে, ল এন্ড ডভেলেপমন্টে (এপডিব্লউিএলড)ি এর আটটি দশে (ভারত, কম্বোডয়িা, ইন্দোনশেয়িা, থাইল্যান্ড, মালয়শয়িা, দক্ষণি কোরয়িা, ফলিপিাইন এবং বাংলাদশে) এর প্রতনিধিবিৃন্দ, র্কমজীবী নারী’র সহ-সভাপতি ও ট্রডে ইউনয়িন নত্রেী শাহীন আক্তার পারভীন, শ্রমকি নত্রেী রাবয়ো আক্তার, শখে শাহনাজ, র্নাগসি আক্তার এবং জাকয়িা সুলতানা প্রমুখ।
সমাবশেরে প্রধান অতথিি শরিীন আখতার উপস্থতি সকল শ্রমকিকে মহান মে দবিস এবং র্কমজীবী নারী’র ৩৩তম প্রতষ্ঠিা র্বাষকিীর শুভচ্ছো জানান। তনিি বলনে, আমাদরে সবাইকে মন-েপ্রাণে বশ্বিাস করতে হব,ে “শ্রম কখনো সস্তা নয়, শ্রমকি দয়ার পাত্র নয়।” আমরা নারীরা এখনো র্কমক্ষত্রেে সমমজুর,ি সমর্মযাদা এবং র্কতৃত্ব তরৈি করতে পারনি।ি এজন্য আমাদরেকে এখনো বহুদূর যতেে হব।ে নারীশ্রমকিদরে র্অথনতৈকি ক্ষমতায়নে তাদরে র্কমরে ধারাবাহকিতা রক্ষায় র্কমক্ষত্রেে মানসম্মত এবং র্কাযকর শশিু দবিাযত্ন কন্দ্রে প্রতষ্ঠিা করতে হব।
দক্ষণি এশয়িাভত্তিকি নারীবাদী সংগঠন এশয়িা প্যাসফিকি ফোরাম অন উইমনে, ল এন্ড ডভেলেপমন্টে (এপডিব্লউিএলড)ি এর প্রোগ্রাম অফসিার অ্যান্ডি কপ্টিা, ইন্দোনশেয়িান ট্রডে ইউনয়িন নতো এ্মলিয়িা ইয়ান্ত,ি র্কমজীবী নারীর শ্রমকি সমাবশেরে উত্থাপতি দাবসিমূহরে সাথে সংহতি প্রকাশ করনে এবং বলনে, সকল বষৈম্য দূর করে নারী শ্রমকিরে জন্য সামাজকি ন্যয়বচিার ও শোভন র্কমপরবিশে নশ্চিতি করা প্রয়োজন।
মরিপুর অঞ্চলরে গৃহশ্রমকি অধকিার প্রতষ্ঠিা আঞ্চলকি ফোরাম এর নত্রেী জাকয়িা সুলতানা, গৃহশ্রমকিদরে কাজরে কোন নর্দিষ্টি র্কমঘন্টা এবং মাতৃত্বকালীন ছুটি শ্রম আইনে র্অন্তভুক্ত করার দাবি জানান।
সভাপতরির বক্তব্যে উম্মে হাসান ঝলমল বলনে, র্কমক্ষত্রেে নারী শ্রমকিরো প্রতনিয়িত বষৈম্যরে শকিার হয়ে থাক।ে এসকল বষৈম্য দূরীকরণে আইনরে সঠকি প্রয়োগ করতে হব।ে যখোনে শ্রমকিরে ন্যায্য অধকিার নয়িে র্কাপণ্য করা হব,ে সখোনইে সংগঠতি হয়ে অধকিার আদায় করতে হব।ে
সমাবশে শষেে একটি র্বণাঢ্য লাল পতাকা মছিলি প্রসেক্লাব থকেে পল্টটন মোড় প্রদক্ষণি করনে।
র্বাতা প্ররেক
রাজীব আহমদে
সমন্বয়ক (প্রোগ্রাম), র্কমজীবী নারী
যোগাযোগ: ০১৭১২৪৭৯৫০১